মদের চেয়েও কি দুধ বেশি ক্ষতিকর! জেনেনিন কি বলছে নতুন গবেষণা

Written by News Desk

Published on:

মদ্যপানের চেয়ে গরুর দুধ মানবদেহের জন্য বেশি ক্ষতিকারক বলে দাবি করেছেন এক মার্কিন পুষ্টিবিদ কারিন মিশেল।

ওই পুষ্টিবিদের দাবি, গরুকে কৃত্রিম রাসায়নিক এমনভাবে প্রয়োগ করা হয় যাতে তারা দুধ প্রদান করতে সক্ষম থাকে। এই কৃত্রিম রাসায়নিকগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের সম্ভাবনাও থেকে যায়। তাই গরুর দুধের বদলে সয়া মিল্ক বা আমন্ড মিল্ক খাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

তিনি জানান, মদ্যপান বিভিন্ন রোগের উৎস হতে পারে। কিন্তু সামান্য পরিমাণ মদ্যপান করলে নাকি ধমনী পরিষ্কার থাকে। আবার কোলেস্টেরলের রোগীদের জন্য অ্যালকোহলের থেকেও গরুর দুধ বেশি ক্ষতিকারক। ওজন বা মেদও বাড়াতে মদ্যপানের থেকে বেশি সক্ষম গরুর দুধ।rs

Related News