রূপচর্চায় মেথির ৫টি অবাক করা ব্যবহার! জানলে চমকে যাবেন আপনিও

Written by News Desk

Published on:

মেথি কেবল রান্নাতেই ব্যবহৃত হয় না, রূপচর্চাতেও এর ব্যবহার বেশ পুরনো। এটি যেমন চুলের বৃদ্ধি বাড়ায়, তেমনি ত্বক করে ভেতর থেকে পরিষ্কার। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতেও ভেষজটির জুড়ি নেই। জেনে নিন রূপচর্চায় মেথির ব্যবহার সম্পর্কে।

রুক্ষ ত্বকে প্রাণ ফেরাতে
মলিন ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসতে পারে মেথি। মেথি গুঁড়া করে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এক চিমটি হলুদ গুঁড়া ও খানিক্রা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর বের করে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

চুল ঘন করতে
ঘুম ও লম্বা চুলের জন্য মেথির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। ৩ টেবিল চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরিদন বেটে ২ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

খুশকি দূর করতে
৩ টেবিল চামচ মেথি বাটার সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। অর্ধেকটি লেবুর রস মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর করতে সাহায্য করবে এই প্যাক।

চুল পড়া বন্ধ করতে
মেথি গুঁড়া করে কুসুম গরম নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে প্যাকটি।

উজ্জ্বল ত্বকের জন্য
মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। খানিকটা মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাকৃতিক উজ্জ্বল।

rs

Related News