ঘামের দুর্গন্ধ থেকে প্রতিকারের ৬টি উপায় দেখেনিন

Written by News Desk

Published on:

কর্মস্থলে যাবার জন্য বের হয়েছেন কিন্তু বাহিরে প্রচণ্ড গরম। এই বর্ষা মৌসুমেও এমন ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। দেখা যায় শরীর ঘামিয়ে আঠালে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। নিজের কাছে বিরক্তি লাগছে, সেই সঙ্গে পাশের মানুষও নাক শিটকাচ্ছেন। এমন পরিস্থিতিতে কর্মস্থলে অস্বস্তিকর অবস্থায় পড়ছেন অনেকেই। অনেক সময় ঘর থেকে বেরনোর আগে পারফিউম বা ডিওড্রেন্ট মাখছেন কিন্তু তাতে কাজ হচ্ছে না।

এর থেকে মুক্তি পেতে চান? উপায় কিন্তু আপনার কাছেই আছে। এ জন্য আপনি কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। ফল আসবে দ্রুত।

জেনে নিন ঘামের দুর্গন্ধ প্রতিকারের ৬টি উপায় :

১. এক চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে বগলে লাগান। মিনিট দুয়েক পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন সহজেই।

২. গোসলের পর বগলে এক চামচ পাতিলেবুর রস লাগিয়ে নিন আর সারাদিনের জন্য ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।

৩. তুলা ভিনিগারে ভিজিয়ে বগলে লাগান আর ঘামের দুর্গন্ধ থেকে সারাদিনের জন্য মুক্তি পাবেন সহজেই।

৪. গোসলের জলর সঙ্গে টমেটোর রস মিশিয়ে স্নান করুন। দেখবেন সারাদিন গায়ে কোনও রকম দুর্গন্ধ নেই।

৫. আধাকাপ জলে দুই ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে বগলে লাগিয়ে নিন। দীর্ঘক্ষণ গায়ে কোনও রকম দুর্গন্ধ হবে না।

৬. অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ শালগম বেটে বগলে লাগান। শুকিয়ে গেল উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। অন্তত ৯ থেকে ১০ ঘণ্টা গায়ে ঘামের দুর্গন্ধ থেকে সুরক্ষা পাবেন।

Related News