কমলালেবুর খোসায় দূর হবে চিটচিটে ময়লা, জেনেনিন কিভাবে

Written by News Desk

Published on:

বাজারে কমলা পাওয়া যায়। ঘর পরিষ্কারের কাজ অনেকটা সামলে ফেলা যায় কমলালেবুর খোসায়। পদ্ধতিটাও বেশ সহজ।

কেন কমলালেবু?

যে কোনও সাবান বা ফিনাইলেই রাসায়নিক থাকে। সেই রাসায়নিক ছোটদের তো বটেই, বড়দের শরীরেও নানা রকম খারাপ প্রভাব ফেলে। কমলালেবু দিয়ে তৈরি ঘর-পরিষ্কারকে কোনও ক্ষতিকারক রাসায়নিক থাকে না। তবে শুধু কমলাই নয়, আপেল দিয়েও বানিয়ে নেওয়া যায় এ ধরনের তরল। যা পরিষ্কার রাখবে ঘর। কমলালেবুর খোসায় লিমোনিন নামের তেল থাকে। আপেলের খোসায় থাকে ম্যালকি অ্যাসিড। দুটোই চটচটে ময়লা মুছতে কাজে লাগে। তা ছাড়া কাঠের সামগ্রী চকচকে রাখতেও পারে এরা।

যেভাবে কমলালেবুর খোসায় পরিষ্কার:

একটি পাত্রে কমলার খোসা রেখ, তাতে জল ঢালতে হবে। একটি লেবুর খোসার জন্য এক কাপ জল দিতে হবে পাত্রে। এ বার খোসা সমেত জল ফোটাতে হবে। জল ফুটে গেলে আঁচ কমিয়ে ১৫ মিনিট ওই অবস্থায় রাখতে হবে। ফুটন্ত জল ঠান্ডা হয়ে গেলে সেটি একটি স্প্রে-বোতলে ঢেলে নিতে হবে। ওই কমলালেবুর খোসা সিদ্ধ জল কাচ বা টেবিলে স্প্রে করে নরম কাপড় দিয়ে সেগুলো মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

Related News