নানা রোগের ওষুধ এই গাছের পাতাতেই! কোন অসুখের উপকার পাবেন জানুন

Written by News Desk

Published on:

পরিবেশকে প্রাণীজগতের জন্য সুস্থ করে তুলতে বৃক্ষরোপণ আবশ্যিক। গাছ লাগানো সব সময়ই স্বাস্থ্যকর। বাড়ির চার পাশে যদি অশ্বত্থ গাছ থাকে তা হলে আপনি সৌভাগ্যবান। বিভিন্ন রোগের সমাধান রয়েছে এই গাছেই। তাই জেনে নেওয়া যাক এই গাছ থেকে কী কী উপকার পাওয়া যায়।

১) এক হেলথ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে,অশ্বথ গাছের ফলও আয়ুর্বেদে গুরুত্ব রয়েছে।  খিদেয় অনীহা থাকলে এই ফল কার্যকরী। বমি ও সর্দি হওয়াতেও এই ফল উপকারী।

২) পেটে ব্যথায় ভুগলে অশ্বত্থ পাতা বেটে তার সঙ্গে গুড় মিশিয়ে দিনে ৩ বার খান। এতে উপকার পাবেন।

৩) হাঁপানি রোগীরা এই গাছের পাতা ও ফুল শুকিয়ে গুঁড়ো করুন। সমপরিমাণে মিশিয়ে তা এবার সেবন করুন। উপকার পাবেন।

৪) পোকামাকড় কামড়ালেও এই গাছের পাতা বাটুন। এবার সেই পেস্ট ক্ষত স্থানে লাগিয়ে নিন। ফল পাবেন শীঘ্রই।

৫) চুলকানির সমস্যা হলেও এই গাছের পাতা খুবই উপকারী। এই গাছের পাতা বেটে তার সঙ্গে লেবু মিশিয়ে চুলকানি যেখানে হয় সেখানে লাগান। শীঘ্র উপশম পাবেন।

৬) পা ফাটার সমস্যা হলে এই গাছের কষ লাগান। এতে উপকার পাবেন।

৭) কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যায় যাঁরা ভুগছেন তাঁরা নিয়মিত ৫টি করে অশ্বত্থ গাছের পাতা খেলে উপকার পাবেন।

৮) অশ্বত্থ গাছের ছাল গরম জলে ফুটিয়ে, তা দিয়ে কুলকুচি করুন। সহজেই উপকার পাবেন। bs

Related News