সাবধান! হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়িয়ে চলবেন যেভাবে, জেনেনিন বিস্তারিত

Written by News Desk

Published on:

মহামারি রূপে দেশে দেশে তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি এই সময়ে ছোটখাট অসুস্থতা পাত্তা দিচ্ছেন না অনেকেই। হাসপাতালে যাওয়াকে বাড়তি ঝামেলা ভাবছেন। কিন্তু হৃদযন্ত্রের সমস্যার ক্ষেত্রে কিন্তু ক্ষণিকের অবহেলা ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। এ ক্ষেত্রে হঠাৎ হার্ট অ্যাটাক এড়াতে কিছু পরামর্শ দিয়েছেন ভারতীয় হার্ট সার্জেন কুনাল সরকার।

যেসব লক্ষণে সচেতন হওয়া জরুরি

* হাঁটাচলা বা অল্প পরিশ্রমে হৃদকম্পন বেড়ে গেলে।

* অতিরিক্ত ক্লান্তিবোধ হলে।

* শরীরে জল জমে ওজন বাড়তে শুরু করলে।

* পায়ের পাতা, গোড়ালি ও পা ফুলে যাওয়া হার্ট ফেইলিওরের কারণেও হতে পারে। এ রকম হলে দ্রুত ডাক্তার দেখানো দরকার।

* কাশি ও বুকের মধ্যে শোঁ শোঁ শব্দ হলে সচেতন হতে হবে।

* ক্ষুধা কমে গেলে ও প্রায়ই বমি ভাব হলে।

এই সময়ে হার্টের সুস্থতায় করণীয়

* নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। ছাদে বা বারান্দায় হাঁটাহাঁটি করতে পারেন প্রতিদিন কিছুক্ষণ। ধূমপান করবেন না।

* রোজকার ডায়েটে রাখুন পর্যাপ্ত শাকসবজি ও ফল। ভাত, রুটি অর্থাৎ কার্বোহাইড্রেট খাওয়া কমাতে হবে।

* অতিরিক্ত লবণ খাবেন না। লবণে থাকা সোডিয়াম হার্ট অ্যাটাকের সমস্যা জটিল থেকে জটিলতর করে তোলে। লবণের সোডিয়াম রক্তবাহী ধমনীতে জলের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে আর্টারিতে বাড়তি চাপ পড়ে এক দিকে ব্লাডপ্রেশার বেড়ে যায়, অন্য দিকে হৃদপিণ্ডের পেশি বাড়তি চাপের ফলে আরও ক্লান্ত হয়ে পড়ে।

* মন ভালো রাখতে নিয়ম করে মেডিটেশন করুন।

আরও পড়ুন : আপনি করোনার ঝুঁকিতে নেই তো?

* অকারণে টেনশন করবেন না।

* কোনও রকম সমস্যা মনে হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন।

Related News