ক্যান্সার নিরাময়ের ভেষজ চিকিৎসা কতটা উপকারী ?

Written by News Desk

Published on:

এখন ভেষজ নানা উপাদান ক্যান্সার নিরাময়ে ভূমিকা রাখে।কিছু কিছু ভেষজ উপাদানের কারণে ক্যন্সার চিকিৎসা বাধাগ্রস্ত হয়।বিশেষজ্ঞরা জানান, স্তন ক্যান্সার শরীরে ছড়িয়ে যাওয়ার পর আদা, রসুন কিংবা জিঙ্কগো দিয়ে তৈরি ট্যাবলেট, ক্যাপসুল গ্রহণ করলে ত্বকের ঘা সারতে বেশি লাগায়।পর্তুগালের লিসবনের চ্যাম্পালিমাউড ক্যান্সার সেন্টারের হেড ব্রেস্ট সার্জন অধ্যাপক কার্ডোসো জানান, যেকোন ধরনের ভেষজ উপাদান গ্রহণ করার আগে ক্যান্সার আক্রান্ত রোগীদের বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। তা না হলে সেটি চামড়ায় ছড়িয়ে যেতে পারে।হরমোন থেরাপি কিংবা কেমোথেরাপি চিকিৎসা চলাকালীন সময়ে ভেষজ উপাদান গ্রহণ করলে অনেক সময় ক্ষত সারতে কিংবা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।অ্যাডভান্সড স্তন ক্যান্সারের পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে অধ্যাপক কার্ডোসো জানান, যোগব্যায়াম, মননশীলতা, রিকি এবং আকুপাংচারের মতো থেরাপি ক্যান্সার রোগীদের জীবনযাত্রার মানের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Related News