তাজা ফুল দিয়ে সাজিয়ে ফেলুন ঘর, পাবেন যে উপকারিতা গুলো

Written by News Desk

Published on:

ফুল দিয়ে ঘর সাজানোর চল অনেক আগে থেকেই চলে আসছে। ঘরের ফুলদানিতে তাজা ফুল রাখলে এক অন্য রকম সৌন্দর্য মোহিত হয় ঘর। অন্দরসজ্জার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল তাজা ফুল। এর পিছনেও অনেক কারণ আছে। চলুন জেনে নেওয়া যাক।

মনের উপরে অন্দরসজ্জার অনেকটা প্রভাব পড়ে। সম্প্রতি ‘আমেরিকান সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্সে’-এর একটি গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, শরীরের উপরেও অনেক ভাবে প্রভাব ফেলে অন্দরসজ্জা। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ঘর সাজানোর ফুল। সেই সাথে শরীরে কোনও ব্যথা থাকলে, তা-ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ঘরে সাজানো তাজা ফুল। এর পাশাপাশি, উদ্বেগ বা ক্লান্তির মতো সমস্যা থাকলেও কমাতে পারে ফুল।

সারাদিন কাজের পরে যদি মানসিক চাপ কিংবা শারীরিক কোনও অসুস্থতা দেখা দেয় তাহলে ঘরে রেখে দিন তাজা ফুল। সবটাই কমাবে।

Related News