কাজের মধ্যেই করুন শরীরচর্চা!এই সময়ে

সারাদিন প্রচুর কাজকর্মে ব্যস্ত রয়েছেন মানে আপনি প্রচুর খাটছেন, অতএব ওজন আপনা থেকেই কমবে- এটি ভ্রান্ত ধারণা। আপনি যদি ওজন কমাতে চান তবে প্রথমেই এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্বাভাবিক খাটাখাটুনি আর ওজন কমানোর পরিশ্রম দুটোই আলাদা। বরং জেনে নিন, কী করে সবদিক সামলেও বাড়িতেই মেদ ঝরানোর বন্দোবস্ত করতে পারেন।

* ওজন কমানোয় বেশি তাড়াহুড়োর প্রয়োজন নেই। আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজের গাইডলাইন অনুযায়ী ওজন কমানোর আদর্শ লক্ষ্য হওয়া উচিত প্রতি মাসে ২ থেকে ৩ কিলোগ্রাম। উচ্চতা অনুযায়ী প্রতি ইঞ্চিতে এক কিলোগ্রাম, এই সোজা পদ্ধতি মেনে চলুন। যদি আপনার উচ্চতা হয় ৫ ফুট অর্থাৎ ৬০ ইঞ্চি সেক্ষেত্রে পুরুষদের ওজন হওয়া উচিত ৬০ কেজির আশপাশে। মহিলাদের ক্ষেত্রে এই হিসাব চার-পাঁচ কেজি কমিয়ে নিতে হবে। টার্গেট ঠিক করে নিলে ক্যালরি ইনটেক ও বার্ন করার হিসাবটা পরিষ্কার হয়ে যাবে।

* সারাদিনে আপনার কতটা ক্যালরি দরকার, তার একটা হিসেব করে নিলে কতটা বার্ন করা প্রয়োজন, সেটা বুঝতে পারবেন। একজন পূর্ণবয়স্ক মহিলার দিনে ২০০০ কিলোক্যালরি হলেই চলে। এবার যতটা ইনটেক করা হচ্ছে, ততটাই এক্সারসাইজ করে বার্ন করে ফেললেও কমার সুযোগ তৈরি হচ্ছে না। এ ক্ষেত্রে ঘাটতি তৈরি করা প্রয়োজন। তার জন্য প্রত্যেক দিন ডায়েট থেকে ২৫০ ক্যালরি কমানো এবং একইসঙ্গে এক্সারসাইজ করে ২৫০ ক্যালরি কমানো। এতে শরীরে প্রয়োজনীয় ক্যালরির ঘাটতি তৈরি হবে, যার ফলে ওজন কমবে।

* সারাদিন যতই কাজ করুন, নিয়ম করে অন্তত আধা ঘণ্টা আলাদা করে রাখুন শারীরচর্চার জন্য। বাড়ির কাছে সুইমিং পুল থাকলে সাঁতারে ভর্তি হয়ে যান। কাছাকাছি মাঠ থাকলে জোরে হেঁটে আসুন আধা ঘণ্টা। সাইকেলও চালাতে পারেন। হাঁটার জায়গা না থাকলে ঘর কিংবা বারান্দাতেও স্পট রানিং করতে পারেন।

* কোমর-পায়ের জয়েন্ট এবং পেশির জোর বাড়াতে স্কোয়াট, লাঞ্জ কিংবা বাড়ির সিঁড়িতে স্টেপ আপ করতে পারেন। আর একটি ভাল স্ট্রেংথ এক্সারসাইজ হল দু’হাতে দুটি দু’লিটারের জলের বোতল নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করা। দু’লিটারের জলের বোতল অর্থাৎ দু’কেজি ওজনের ডাম্বল তোলার সমান। এ ছাড়া পুশআপ করতে পারেন আপার বডি শেপে আনার জন্য। স্কিপিং ও এয়ার বক্সিংও করতে পারেন ঘাম ঝরাতে।

* যদি তাড়াতাড়ি ওজন কমাতে চান, তাহলে যোগব্যায়ামের চেয়ে এক্সারসাইজ বেশি কার্যকর। তবে যোগব্যায়ামের প্রভাব দীর্ঘস্থায়ী এবং সুদূরপ্রসারী। মনে প্রশান্তি, চিন্তা-ভাবনায় স্বচ্ছতা, একাগ্রতা, শরীরে নমনীয়তা ইত্যাদির জন্য যোগাসনের বিকল্প নেই। যোগাসন এবং এক্সারসাইজ দুটোর সময় ভাগ করে নিয়েও করতে পারেন। যোগব্যায়াম বা প্রাণায়াম শুরু করলে কোন পেশাদারের পরামর্শ নেওয়াই ভাল।

তাই হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বার করুন হাঁটা বা ব্যায়ামের জন্য, যা আপনাকে সুস্থতা দেবে।

News Desk

Recent Posts

সিলিং ফ্যান পরিষ্কারের ট্রিকস

সবার ঘরেই অন্তত একটি করে হলেও সিলিং ফ্যান আছে। এই গরমে যাদের ঘরে এসি বা এয়ার কন্ডিশন নেই, তাদের ভরসা…

7 hours ago

প্রতিদিন ১০ মিনিট হাসলে শরীরে যা ঘটে

বর্তমানে কর্মব্যস্ত জীবনে অনেকেই হাসতে ভুলে গেছেন। তবে হাসিখুশি থাকা যে শরীর ও মনের জন্য কতটা উপকারী, তা হয়তো অনেকেরই…

8 hours ago

গরমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়লে দ্রুত যা করবেন

কোষ্ঠকাঠিন্য হলো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলোর মধ্যে একটি। এই তাপপ্রবাহে ডায়রিয়ার সমস্যা যেমন বেড়েছে, তেমনই অনেকের আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়েছে। যারা এরই…

10 hours ago

এই গরমে শিশুকে সুস্থ রাখতে কী কী খাওয়াবেন?

তীব্র গরমে বড়দের পাশাপাশি হাঁসফাঁস করছে ছোটরাও। এ সময় শিশুদের কীভাবে সুস্থ রাখবেন তাই এখন বড় প্রশ্ন, প্রত্যেক মা-বাবার জন্য়।…

11 hours ago

ত্বকে হিট র‌্যাশ উঠলে সারাতে কী করবেন?

তাপপ্রবাহে সবার মধ্যেই অস্বস্তি বেড়েছে। গরমে শারীরিক বিভিন্ন সমস্যার পাশাপাশি ত্বকেও দেখা দেয় ঘামাচি, ফুসকুড়ি, ট্যানসহ নানা সমস্যা। তার মধ্যে…

11 hours ago

দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা যে কারণে বিপজ্জনক

কাজের ব্যস্ততা কিংবা আলস্যের কারণে অনেকেই দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস হতে পারে বিপজ্জনক। এই অভ্যাসের কারণেই…

11 hours ago