প্রথম দেখায় প্রেম কি সত্যি হয়ে থাকে ,কিছু বিশেষ তথ্য সম্পর্কে দেখেনিন

প্রথম দেখাতেই প্রেমে পড়ার ঘটনা হয়তো অনেকের জীবনেই ঘটেছে। তাই বাক্যটির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। তবে সত্যিই কি প্রথম দেখাতে প্রেম হওয়া সম্ভব? সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

গবেষণার তথ্য অনুসারে, কোনো নারী বা পুরুষ একে অন্যকে দেখে যদি ঘামে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অনুভূতি কাজ করছে। এ সময় দুজনেরই হার্টবিট বেড়ে যেতে পারে। এগুলোই আসলে প্রেমে পড়ার সংকেত।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, প্রেম বা ভালোবাসা কোনোটিই হৃদয়ের বিষয় নয়। আসলে সবটাই মস্তিষ্কের কেরামতি। কোনো নারী বা পুরুষ একে অন্যকে পছন্দ করলে প্রথম সাক্ষাৎকালেই তাদের মস্তিষ্ক উত্তেজিত হয়ে ওঠে।

যখনই তারা একে অপরের সঙ্গে কথা বলেন বা চোখাচোখি করেন তখন দুজনের মধ্যেই হরমোনাল কিছু পরিবর্তন আসে। সময় যতটা বাড়তে থাকে, ততটাই তারা ঘামতে শুরু করে কিংবা লজ্জা পায়। যা সম্পর্ক শুরুর বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলে।

নেচার হিউম্যান বিহেভিয়ার নামক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। সেখা বলা হয়েছে, বর্তমানে অনলাইনের যুগে অনেকেই চ্যাটিংয়ের মাধ্যমেও প্রেমে পড়েন। তবে তা ভেঙে যেতেও সময় লাগে না।

অথচ গবেষণায় দেখা গেছে, যদি কোনো জুটি অনলাইনে প্রেম না করে বরং সরাসরি সাক্ষাতের মাধ্যমে সম্পর্কে জড়ান তাহলে তাদের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে।

কারণ সরাসরি সাক্ষাৎকালে বিপরীতজনের হাসি, আবেগ, আনন্দ, বিষণ্নতাসহ সব অনুভূতির প্রকাশ টের পাওয়া যায়। এসব দেখে সঙ্গীর প্রতি ভালোলাগা ও ভালোবাসা বাড়ে। এমনকি তার চলাফেরা, কথাবার্তাসহ চারিত্রিক বিষয়গুলো সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

১৪২ জন নারী-পুরুষের উপর পরিচালিত হয় সমীক্ষা। এই সময় অংশগ্রহণকারী নারী-পুরুষরা একে অপরের সঙ্গে বসে কয়েক মিনিট সময় কাটান। যে কেবিনে যুগলরা বসেছিলেন, সেখানে অটো ট্রেকিং চশমা, হার্ট বিট মাপার যন্ত্র ইত্যাদি বসানো হয়েছিল।

গবেষণায় দেখা যায়, ১৪২ জনের মধ্যে ১৭ শতাংশ জন একে অপরের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। তারা যখন একসঙ্গে সময় কাটাচ্ছিলেন তখন তাদের হার্টবিট, পালস প্রায় একই গতিতে চলছিল। পরে তা নিয়ন্ত্রণে চলে আসে।

গবেষণায় দাবি করা হয়েছে, প্রথম সাক্ষাতের পর একজন নারী ও পুরুষ একে অপরের প্রতি আকৃষ্ট হবে কি না তার উপর তাদের ভবিষ্যৎও নির্ভর করে। অনেকে প্রথম সাক্ষাতের পরই বুঝে যান, জীবনসঙ্গী পেয়ে গেছেন। তবে সবার ক্ষেত্রে তা সত্যি নাও হতে পারে। মোটকথা প্রথম দেখাতেই প্রেম হওয়া কি সম্ভব? এই প্রশ্নের উত্তর হল, অবশ্যই সম্ভব।

News Desk

Recent Posts

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা, কীভাবে সতর্ক থাকবেন?

হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই বিকল হতে পারে কিডনি। মূলত তাপমাত্রা ও…

7 mins ago

খাবার কেনার আগে প্যাকেটের কোন লেখা অবশ্যই পড়বেন?

কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাই এখন রেডিমেড খাবারের উপর নির্ভরশীল। এ কারণে বেশিরভাগ খাবারই এখন প্যাকেটজাত করে বিক্রি করা হয়। প্রায়…

21 hours ago

বিশ্বব্যাপী যে কারণে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

গরমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। একই সঙ্গে বাড়ে মৃতের সংখ্যাও। আজ ১৬ মে জাতীয় ডেঙ্গু দিবস। ডেঙ্গু…

22 hours ago

ধূমপানে আসক্তি কমাতে পান করুন ৩ পানীয়

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও তা মানতে নারাজ ধূমপায়ীরা। আবা ধূমপানের অভ্যাসও ছাড়া বেশ মুশকিল। ধূমপান ছাড়তে কতজনই না কত…

22 hours ago

ওজন কমে যাওয়া কঠিন যে ৫ রোগের লক্ষণ হতে পারে

অতিরিক্ত ওজনে যারা ভুগছেন সামান্য ওজন ঝরতেই তারা খুশি হয়ে যান! তবে ডায়েট বা শরীরচর্চা ছাড়াও যদি হঠাৎ করে আপনার…

1 day ago

জ্বরসহ কী কী লক্ষণ দেখলে ডেঙ্গু টেস্ট করানো জরুরি?

দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাই এখন কারো জ্বর হলেই ঘরের সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন ডেঙ্গু ভেবে। ডেঙ্গু জ্বর একটি…

2 days ago