সাবধান! টাই পড়ার কিছু অসুবিধা, অবশ্যই জেনেনিন

অফিসের ড্রেসকোডের কারণে অথবা নিজেকে স্মার্ট দেখানোর উদ্দেশ্যে অনেকেই শার্টের সঙ্গে নিয়মিত টাই পড়ে থাকেন। আর টাই পড়ার নিয়মটাই হচ্ছে, টাইট করে টাই বাঁধা। কিন্তু নতুন একটি গবেষণার ফলাফলে বলা হয়েছে, টাইট করে বাঁধা টাই মস্তিষ্কে রক্তপ্রবাহ বিঘ্নিত করতে পারে।

গলার শিরায় চাপ প্রয়োগের মাধ্যমে টাই পরিধানকারীরা মস্তিষ্কে রক্ত পুশ করতে পারে এবং চাপের অস্বাস্থ্যকর বিল্ড-আপ সৃষ্টি করে। অধিকাংশ লোকের ক্ষেত্রে এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয় না, বলেন জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল স্ক্লেসউইগ-হোলস্টেইনের গবেষকরা- কিন্তু এটি তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে যারা ইতোমধ্যে রক্তচাপ সমস্যায় আছেন, ধূমপান করেন অথবা বয়স্ক হয়েছেন।

পূর্বের গবেষণায় ইতোমধ্যে টাই বাঁধার সঙ্গে চোখে চাপ পড়ার সংযোগ পাওয়া গেছে, যার ফলে গ্লকোমা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গবেষকরা লিখেন, ‘পূর্বের গবেষণার ওপর ভিত্তি করে, এই গবেষণার লক্ষ্য ছিল কিভাবে টাই পরিধান মস্তিষ্কসংক্রান্ত রক্তপ্রবাহ ও গলার শিরার রক্তপ্রবাহকে নেতিবাচকভাবে প্রভাবিত করে তা আরো অনুসন্ধান করা।’

এমআরআই স্ক্যান ব্যবহার করে গবেষক দলটি ৩০ জন পুরুষ স্বেচ্ছাকর্মীদের বিশ্লেষণ করেন, যাদের মধ্যে ১৫ জন টাইট করে নেকটাই পরেছেন এবং অবশিষ্ট ১৫ জন মোটেই নেকটাই পরেননি। দেখা গেছে, যারা নেকটাই পরেছেন তাদের সেরিব্রাল ব্লাড ফ্লো বা মস্তিষ্ক সংক্রান্ত রক্তপ্রবাহ গড়ে ৭.৫ শতাংশ কমে গেছে, কিন্তু কন্ট্রোল গ্রুপের মধ্যে রক্তপ্রবাহ হ্রাস পায়নি। গবেষকরা বলছেন যে, এই পার্থক্যের কারণ হতে পারে টাইয়ের অতিরিক্ত চাপ, যেখানে টাই রক্তনালীতে চাপ ফেলে। কিন্তু উভয় গ্রুপের কারো মধ্যেই শরীরের অন্যান্য অংশে শিরা সংক্রান্ত রক্তপ্রবাহে কোনো প্রভাব পড়েনি।

মস্তিষ্কে ঠিকঠাক রক্তপ্রবাহ এটির সঠিক কার্যক্রম সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ। রক্তপ্রবাহ মস্তিষ্ক কোষকে এটির কাজের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, গ্লুকোজ ও পুষ্টি সরবরাহ করে। রক্তপ্রবাহ বিঘ্নিত হলে সাময়িক ব্লিপ হতে পারে অথবা তীব্র ক্ষেত্রে স্থায়ী ড্যামেজ হতে পারে।

নিউরোসায়েন্স রিসার্চ অস্ট্রেলিয়ার স্টিভ কাসেম (তিনি গবেষণার সঙ্গে জড়িত ছিলেন না) নিউ সায়েন্টিস্ট ডটকমের অ্যালিস ক্লেইনকে বলেন, ‘এই ৭.৫ শতাংশ হ্রাসে উল্লেখযোগ্য উপসর্গ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যেসব লোকের ইতোমধ্যে রক্তপ্রবাহ সংক্রান্ত সমস্যা আছে কিংবা যারা ধূমপান করেন বা বয়স্ক হয়েছেন বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা অত্যধিক ঝুঁকিতে থাকতে পারেন- তাদের মাথাব্যথা, মাথাঘোরা ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে।’

যদিও রক্তপ্রবাহের এই হ্রাস অত্যধিক ড্যামেজিং নয়, কিন্তু এটি টাই ঢিলা করা অথবা না পরার একটি অজুহাত হতে পারে! যারা নেকটাই বাঁধা সংক্রান্ত ঝুঁকিতে আছেন তাদের স্বাস্থ্যের ওপর টাই পরিধান বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে কি ফেলে না, তা জানতে এই গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে গবেষক দলটি এই গবেষণাকে বিস্তৃত করতে চান। এখন টাই টাইট করে পরবেন নাকি ঢিলা করে পরবেন তা আপনার ইচ্ছে।

News Desk

Recent Posts

একনাগাড়ে হাঁচি হলে থামাবেন যেভাবে

হাঁচি তো কমবেশি সবাই দেন। সর্দি থেকে শুরু করে ধুলাবালি বা অ্যালার্জির কারণেই মূলত হাঁচি বেশি হয়। বিশেষ করে অ্যালার্জিতে…

4 hours ago

প্রতিদিন কলা খেলে শরীরে যা ঘটে

কলা ছোট-বড় সবারই প্রিয় একটি ফল। এটি যেমন সুস্বাদু এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। একটি কলা আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতে…

4 hours ago

ডাবের পানি যেভাবে ওজন কমাতে সাহায্য করে

গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডাবের পানি মুহূর্তেই শরীরে প্রশান্তি এনে দেয়। ঠিক একইভাবে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর…

5 hours ago

একমাস চিনি না খেলে শরীরে যে পরিবর্তন ঘটে

প্রতিদিনের খাদ্যতালিকায় কমবেশি চিনিযুক্ত খাবার সবাই খান। তবে স্বাস্থ্য সচেতনরা অবশ্য মিষ্টি খাবার দেখলেই ভয় পান! কারণ শরীরের জন্য চিনিযুক্ত…

5 hours ago

তাল মিছরি কেন খাবেন?

তাল মিছরি আমাদের পরিচিত একটি খাবার। এটি মূলত বিভিন্ন অসুখ-বিসুখে পথ্য হিসেবে কাজ করে। সর্দি-কাশি থেকে শুরু করে রক্তস্বল্পতা- অনেক…

7 hours ago

অতিরিক্ত ঘাম কঠিন রোগের লক্ষণ নয় তো?

গরম আবহাওয়ায় ঘাম হওয়া স্বাভাবিক। তবে শীতেও অতিরিক্ত ঘাম কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিভিন্ন রোগের লক্ষণ হিসেবেও…

1 day ago