ঘুম থেকে ওঠার পরে ওজন বেড়ে গেছে ,এমন মনে হওয়ার কারণ জেনেনিন

কখনো কখনো ঘুম থেকে ওঠার পর মনে হতে থাকে ওজন বুঝি খানিকটা বেড়ে গেছে। হয়তো আপনার ক্ষেত্রেও অনেক সময় এমনটা হয়েছে। আসলেই কি ঘুম থেকে ওঠার পরে ওজন বেড়ে যায় না কি অন্য কোনো কারণে এমনটা অনুভূত হয়? সত্যিটা হলো, শরীর ভারী বোধ করার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তবে এক রাতে ওজন বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এতে আতঙ্কিতবোধ করবেন না। কারণ এটি কেবল ভ্রান্ত একটি ধারণা।

যদি সকালে ঘুম থেকে ওঠার পরপরই ওজন বেড়ে গেছে মনে হতে থাকে তবে বুঝে নেবেন যে আপনার শরীর ফিট থাকার প্রতি ইঙ্গিত দিচ্ছে। আমাদের শরীরের এক কেজি ওজন বাড়ানোর জন্য দরকার সাত হাজার বার্নহীন ক্যালোরি। বুঝতেই পারছেন, এক রাতের মধ্যে কখনো ওজন বাড়ে না। এরপরও সকালে ঘুম থেকে ওঠার পর ওজন বেড়ে গেছে মনে হতে পারে। এর পেছনে রয়েছে কিছু কারণ। চলুন জেনে নেওয়া যাক-

ঘুমে অনিয়ম হলে

সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম জরুরি সেকথা জানেন নিশ্চয়ই? কিন্তু নানা কারণে ঘুমে অনিয়ম করেন অনেকে। এর ফলস্বরূপ দেখা দেয় নানা অসুবিধা। রাতে পর্যাপ্ত ঘুম না হলে সকালে ঘুম ভেঙে মাথা ব্যথা, অলসতা, ক্লান্তি ও ঝিমুনি দেখা দিতে পারে। সেইসঙ্গে শরীর অনেকটা ভারী অনুভূত হতে পারে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুমের অভ্যাস করুন।

মানসিক চাপের কারণে

মানসিক চাপ সবারই কম-বেশি থাকে। নিত্যকার দিনযাপনে না চাইতেও অনেকরকম মানসিক চাপ এসে জড় হয়। এই চাপ এড়িয়ে চলা মুশকিল। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকলেও মানসিক চাপ নিয়ে ঘুমাতে গেলে ঘুম ভাঙার পর অনেক সময় অবসন্নবোধ হতে পারে বা শরীর ভারী লাগতে পারে।

জল কম পান করলে বা অ্যালকোহল গ্রহণ করলে

আপনি যদি জল কম পান করেন বা আগের রাতে অ্যালকোহল গ্রহণ করে থাকেন তবে শরীরে জল ঘাটতি দেখা দেবে। তখন শরীর নিজেই জল জমানো শুরু করবে। এ কারণেও শরীর ভারী বোধ হতে পারে।

পিরিয়ড হলে

পিরিয়ডের সময়টাতে সব নারীর সমান অভিজ্ঞতা হয় না। বেশিরভাগের ক্ষেত্রে এই অভিজ্ঞতা কষ্টদায়ক। পেটে ও কোমরে ব্যথাসহ আরও নানা অসুবিধা দেখা দিতে পারে। পিরিয়ড হলেও অনেক সময় ঘুম ভাঙার পর শরীর ভারী বোধ হতে পারে।

রাতের খাবার দেরি করে খেলে

অনেকে অলসতা করে কিংবা সময়ের অভাবে রাতের খাবার দেরি করে খান। এটি মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়। বিশেষজ্ঞরা বরাবরই আগেভাগে রাতের খাবার সেরে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আপনি যদি দেরি করে রাতের খাবার খান এবং খাওয়ার পরপরই ঘুমাতে চলে যান তবে নানা সমস্যা দেখা দিতে পারে। তার ভেতরে একটি হলো শরীর ভারী বোধ করা।

ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া

ওষুধ যেমন অসুখ সারাতে কাজ করে, তেমন এর কারণে কিছু অসুবিধা বা পার্শ্ব-প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। অনেক সময় ঘুম ভাঙার পরে অবসন্ন বোধ করা বা ওজন বেড়ে গেছে এমন মনে হওয়ার কারণ হতে পারে কিছু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া।

News Desk

Recent Posts

একনাগাড়ে হাঁচি হলে থামাবেন যেভাবে

হাঁচি তো কমবেশি সবাই দেন। সর্দি থেকে শুরু করে ধুলাবালি বা অ্যালার্জির কারণেই মূলত হাঁচি বেশি হয়। বিশেষ করে অ্যালার্জিতে…

1 hour ago

প্রতিদিন কলা খেলে শরীরে যা ঘটে

কলা ছোট-বড় সবারই প্রিয় একটি ফল। এটি যেমন সুস্বাদু এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। একটি কলা আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতে…

2 hours ago

ডাবের পানি যেভাবে ওজন কমাতে সাহায্য করে

গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডাবের পানি মুহূর্তেই শরীরে প্রশান্তি এনে দেয়। ঠিক একইভাবে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর…

3 hours ago

একমাস চিনি না খেলে শরীরে যে পরিবর্তন ঘটে

প্রতিদিনের খাদ্যতালিকায় কমবেশি চিনিযুক্ত খাবার সবাই খান। তবে স্বাস্থ্য সচেতনরা অবশ্য মিষ্টি খাবার দেখলেই ভয় পান! কারণ শরীরের জন্য চিনিযুক্ত…

3 hours ago

তাল মিছরি কেন খাবেন?

তাল মিছরি আমাদের পরিচিত একটি খাবার। এটি মূলত বিভিন্ন অসুখ-বিসুখে পথ্য হিসেবে কাজ করে। সর্দি-কাশি থেকে শুরু করে রক্তস্বল্পতা- অনেক…

5 hours ago

অতিরিক্ত ঘাম কঠিন রোগের লক্ষণ নয় তো?

গরম আবহাওয়ায় ঘাম হওয়া স্বাভাবিক। তবে শীতেও অতিরিক্ত ঘাম কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিভিন্ন রোগের লক্ষণ হিসেবেও…

22 hours ago