এই সময়ে যেই ৫টি খাবার এড়িয়ে চলবেন আপনি! দেখেনিন একঝলকে

গরমের সময়টা অনেকের কাছেই অস্বস্তিকর। এসময় ঘাম, ঘামাচি ছাড়াও ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে হজমের সমস্যাও অস্বাভাবিক নয়। গরমে খাবারে একটু এদিক-সেদিক হলেই দেখা দিতে পারে পেটের সমস্যা। তাই এসময় খাবারের বিষয়ে হতে হবে বিশেষ সতর্ক। খাবারের তালিকায় কিছু যোগ-বিয়োগ করে দূরে থাকা সম্ভব গরমের বিভিন্ন অসুখ থেকে। জেনে নিন এমন ৫টি খাবার সম্পর্কে, যেগুলো গরমে এড়িয়ে চলা উত্তম-

মশলাদার খাবার

মশলাদার খাবার খেতে পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। খেতে যতই সুস্বাদু লাগুক না কেন, এ ধরনের খাবার গরমে পেটের সমস্যা ডেকে আনতে পারে। অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার খেলে তা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ ধরনের খাবারে থাকে ক্যাসেসিন নামক উপাদান। ফলে বেড়ে যায় তাপমাত্রা। তাই এ ধরনের খাবার খেলে শরীরের আর্দ্রতা কমে। যে কারণে দেখা দেয় হজমের সমস্যা। সেখান থেকে গ্যাস্ট্রিক, বুক ও গলা জ্বলার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই গরমে অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

লবণ

লবণে রয়েছে সোডিয়াম ক্লোরাইড। এই উপাদান খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে। সুস্থ থাকার জন্য পরিমিত লবণ খাওয়া জরুরি। তবে কেউ অতিরিক্ত লবণ খেলে দেখা দিতে পারে নানা সমস্যা। বিশেষ করে হৃদরোগ ও রক্তচাপের সমস্যা বেড়ে যাওয়ার ভয় থাকে। সেইসঙ্গে রয়েছে শরীর শুকিয়ে যাওয়া ও কিডনির নানা সমস্যা দেখা দেওয়ার ভয়। এর কারণ হলো, অতিরিক্ত লবণ খেলে শরীর থেকে প্রয়োজনীয় জল বের হয়ে যায়। ফলে দেখা দিতে পারে জলশূন্যতা। শুধু গরমের সময় নয়, সারা বছরই অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে চলুন।

আচার

জিভে জল আনে যেসব খাবার তার মধ্যে একটি হলো আচার। টক, ঝাল, মিষ্টি নানা স্বাদের হয়ে থাকে এটি। আচার খেলে পাওয়া যায় নানা উপকারিতাও। কিন্তু গরমের সময়ে আচার থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর মূল কারণ হলো আচারে থাকে অতিরিক্ত সোডিয়াম। তাই আচার খেলে শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে। সেইসঙ্গে বার বার তৃষ্ণা পাওয়া এবং পেটের নানা সমস্যাও হতে পারে। তাই আচার যতই পছন্দের হোক, গরমে এড়িয়ে চলাই উত্তম।

জাঙ্ক ফুড কোনো সময়ের জন্যই উপকারী নয়। তবু এ ধরনের খাবার অনেকটা বাধ্য হয়ে খেতে হয় অনেককে। অনেকে আবার শখ করে খেয়ে থাকেন। লোভনীয় স্বাদের কারণে বেশিরভাগ শিশুর কাছেও এগুলো পছন্দের খাবার। গরমের সময়ে এ ধরনের খাবার থেকে পুরোপুরি দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ধরনের খাবারে থাকে অত্যাধিক মশলা ও তেল। এসব উপাদান শরীরে জলশূন্যতার সৃষ্টি করতে পারে। তাই গরমে এ ধরনের খাবার খেলে বার বার তৃষ্ণা লাগে, দেখা দিতে পারে হজমের সমস্যাও।

চা ও কফি

দিনে বেশ কয়েকবার চা কিংবা কফি পান করার অভ্যাস আছে অনেকেরই। এ জাতীয় পানীয়র আছে অনেক উপকারিতাও। কিন্তু উপকারী হলেও এ ধরনের পানীয় গরমে পান করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চা হোক বা কফি, দিনে এক কিংবা দুই কাপের বেশি পান করা উচিত নয়। এতে শরীরে অনেক বিরূপ প্রভাব পড়তে পারে। গরমে এ ধরনের পানীয় শরীরের তাপমাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই গরমে চা ও কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন।

News Desk

Recent Posts

উচ্চ রক্তচাপ কমাতে যেভাবে সাহায্য করে মৌরি

সকালে উঠে মৌরি ভেজানো পানি পান করে অনেকেই দিন শুরু করেন। মূলত পেট পরিষ্কার করতে এর উপর ভরসা রাখেন অনেকে।…

7 hours ago

এনার্জি পেতে চা-কফির পরিবর্তে অভ্যাস করুন ৬ জিনিসের

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফিতে চুমুক না দিলে যেন শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে না।…

8 hours ago

গরমে কোন কোন রোগের ঝুঁকি বেড়ে যায় ও প্রতিরোধে কী করবেন?

শীত শেষে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এরই মধ্যে। প্রায় সব ঘরেই দিন-রাতে চলছে ফ্যান বা এসি। ঋতু পরিবর্তনের এ সময়…

9 hours ago

শরীরে প্রোটিনের ঘাটতি আছে কি না বুঝে নিন ৫ লক্ষণে

শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে প্রোটিনের বিকল্প নেই। আপনি যদি নির্বিঘ্নে কাজ করতে চান, তাহলে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করতে হবে।…

10 hours ago

ঘুমের মধ্যে কিংবা হাঁটতে গিয়ে পেশিতে টান ধরে যে কারণে

পেশিতে টান ধরার সমস্যায় অনেকেই ভোগেন। কখনো ঘুমের মধ্যে কিংবা কখনো হাঁটতে গিয়ে বা আড়মোড়া ভাঙতে গিয়ে হঠাৎই পেশি শক্ত…

11 hours ago

পুরুষের চেয়ে নারীরা যে কারণে বেশি ডিপ্রেশনে ভোগেন

নারীরা মানসিকভাবে পুরুষদের চেয়ে অনেক বেশি জটিলতা ভোগ করেন। শারীরিক সমস্যার মতো মানসিকভাবেও জীবনের কোনো না কোনো পর্যায়ে ভেঙে পড়েন…

22 hours ago