এই গরমে ডায়াবেটিস রোগীরা কি কি খেলে উপকার পাবেন? দেখেনিন একঝলকে

ডায়াবেটিস | তীব্র গরমে প্রাণ জুড়াতে ঠান্ডা পানীয় পানের বিকল্প নেই। এটি দ্রুত ক্লান্তিভাব কাটিয়ে সতেজ অনুভূতি এনে দেয়। পানীয়তে চিনি এবং অন্যান্য উপাদানের উপস্থিতির কারণে এটি আপনাকে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। গরমে নানারকম পানীয় শক্তি জোগালেও এতে থাকা চিনি, যা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের স্বাস্থ্যের উপর কিছু গুরুতর প্রভাবও পড়তে পারে। তবে স্বাস্থ্যের সাথে আপস করা আসলে সমাধানও নয়। তাই সুস্বাদু এবং চিনিমুক্ত পানীয় তৈরি করে খেলে তা শরীরের জন্য উপকারী হবে। গরমে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কিছু পানীয়র সন্ধান জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া-

পুদিনার লাচ্ছি

টক দই, বিট লবণ, পুদিনা পাতা, জিরা গুঁড়া- এমন সব সহজলভ্য উপাদান দিয়ে কয়েক মিনিটের মধ্যেই তৈরি করা যায় এই পানীয়। এই সহজ রেসিপিটি তৈরির জন্য মাত্র ২ কাপ টক দই, ১ গ্লাস জল, বরফ কিউব, ১ চা চামচ জিরা গুঁড়া, ৪-৫টি পুদিনা পাতা এবং স্বাদ অনুযায়ী লবণ নিন। সব উপাদান একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি সুস্বাদু পানীয়। ডায়াবেটিস রোগীরা এটি নিশ্চিন্তে খেতে পারেন। এটি গরমে স্বস্তি দেয়ার পাশাপাশি শরীরের নানা উপকারে কাজে আসবে।

বেলের শরবত

বেলের শরবত হলো এই সময়ের সেরা পানীয় যা আপনাকে ভেতর থেকে শক্তি জোগাবে। ইংরেজিতে উডেন অ্যাপেল নামে পরিচিত এই ফল পেট ভরিয়ে রাখার পাশাপাশি স্বস্তি জোগাতেও অনন্য। বেল অ্যান্টিঅক্সিডেন্টস, আয়রন, ফোলেট, ভিটামিন এবং খনিজের সমৃদ্ধ উৎস। বেলের শরবতেরও অনেক উপকারিতা রয়েছে।

এই সাধারণ পানীয়টি তৈরি করতে আপনার ২টি মাঝারি আকারের বেল প্রয়োজন। বেলের ভেতরের নরম শাঁসালো অংশটি বের করে নিন। এটি কচলে বীজ ফেলে দিন। একটি ব্লেন্ডারে বেলের রস, ৩ কাপ জল, ১ চা চামচ জিরা গুঁড়া দিন। এটিকে আরও স্বাস্থ্যকর করতে আপনি গুড় যোগ করতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে বরফকুচি দিয়ে পান করতে পারেন।

চিনি ছাড়া আম পান্না

আমের অনন্য স্বাদ সবারই পছন্দ। তবে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তবে এই স্বর্গীয় স্বাদ নেয়া আপনার পক্ষে কিছুটা অস্বাস্থ্যকর হতে পারে। এ কারণেই বেশিরভাগ মানুষ কাঁচা আমের স্বাদযুক্ত পানীয় পছন্দ করে। প্রচন্ড গরমের দিনে তাই আম পান্নার প্রশান্তিকেই বেছে নেয়। তবে আম পান্নায় চিনি ব্যবহার করলে তা অস্বাস্থ্যকর হতে পারে।

প্রচলিত স্বাস্থ্যকর উপায়ে এই ঐতিহ্যবাহী পানীয়টি তৈরি করতে পারেন সহজেই। একটি প্রেসার কুকার নিন, ৩টি কাঁচা আম এবং দুই কাপ জল যোগ করুন। ঢাকনা বন্ধ করুন। এটি ৩-৪ টি সিটি পর্যন্ত সেদ্ধ হতে দিন। আমের খোসা ছাড়িয়ে, ফলের সেদ্ধ অংশটি বের করুন এবং এটি ভালোভাবে কচলে পাল্প বের করে নিন। তারপরে একটি ব্লেন্ডার নিন। এরপর সেদ্ধ আমের পাল্প, এক কাপ গুড়, স্বাদ অনুযায়ী কালো লবণ, ৩ চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং ৪-৫ গ্লাস জল মিশিয়ে নিন। পরিবেশনের সময় বরফকুচি মেশাতে পারেন।

ঘোল

এই পানীয়র আকর্ষণীয় স্বাদ তাৎক্ষণিকভাবে আপনার প্রাণ জুড়িয়ে দেবে। এই সুস্বাদু পানীয় তৈরির জন্য একটি বড় পাত্রে ২ কাপ দই, ২ কাপ জল, স্বাদ অনুযায়ী বিট লবণ, ২ চা চামচ ভাজা জিরা গুঁড়া, ২ টেবিল চামচ ধনিয়া এবং পুদিনা পাতা দিন। সবকিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ঘোল। এটি আপনাকে গরমেও সতেজ থাকতে সাহায্য করবে।

জিরা জল

জিরা জল একটি জনপ্রিয় পানীয়। জিরা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পানীয়। এটি তৈরির জন্য একটি বড় পাত্র নিন। এরপরে আধা কাপ পুদিনা পাতা, আধাকাপ ধনিয়া পাতা, ২ টেবিল চামচ বীজবিহীন তেঁতুল, ২ টেবিল চামচ ভাজা জিরা, ২ চা চামচ আদা বাটা দিন। ব্লেন্ডারের পাত্রে লবণ, বিট লবণ, চিনি এবং ৪ টেবিল চামচ লেবুর রস দিন। এরপরে, জারে ৪ কাপ জল যোগ করুন এবং সমস্ত উপাদান সম্পূর্ণ একসাথে মিশ্রিত হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। পরিবেশনের সময় বরফ যোগ করতে পারেন।RS

News Desk

Recent Posts

ক্যানসার হবে কি না জানতে পারবেন ৭ বছর আগেই

ক্যানসারের নাম শুনলেই কমবেশি সবাই আঁতকে ওঠেন। কঠিন এই ব্যাধি থেকে বাঁচতে সচেতনতা জরুরি। ক্যানসার রোগের আগাম খবর পেতে সারা…

5 hours ago

নেবুলাইজার কেন ব্যবহার করা হয়?

হাঁপানি, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ ও অন্যান্য শ্বাসনালির সংক্রমণজনিত রোগ তীব্র আকার ধারণ করলে নেবুলাইজার ব্যবহার করা হয়। রোগী যখন ইনহেলারের…

24 hours ago

বারবার পানি পিপাসা লাগা কোনো রোগের লক্ষণ নয় তো?

গরমে অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে বারবার পানি পিপাসা লাগা স্বাভাবিক। আর এ সময় প্রচুর পরিমাণ…

1 day ago

মসলা চা পানে মিলবে যেসব উপকার

দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন…

1 day ago

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা, কীভাবে সতর্ক থাকবেন?

হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই বিকল হতে পারে কিডনি। মূলত তাপমাত্রা ও…

1 day ago

খাবার কেনার আগে প্যাকেটের কোন লেখা অবশ্যই পড়বেন?

কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাই এখন রেডিমেড খাবারের উপর নির্ভরশীল। এ কারণে বেশিরভাগ খাবারই এখন প্যাকেটজাত করে বিক্রি করা হয়। প্রায়…

2 days ago