আপনার শিশু দেরিতে হাঁটতে শিখলে যা যা করণীয়, দেখেনিন একঝলকে

শিশুর প্রথম হেঁটে বেড়ানোর দৃশ্য সব মা-বাবাকেই আনন্দ দেয়। এমন ছবি মধুর স্মৃতি হয়ে জমা হয় জীবনের অ্যালবামে। প্রথম যখন হাঁটতে শেখে, টলমল পায়ে হাঁটতে গিয়ে শিশু কখনোবা মুখ থুবড়ে পড়ে যায়। তাই দেখে মা-বাবা বিচলিত হন। কিন্তু এমনটা হতেই পারে। এরকম একটু-আধটু না পড়ে কেউই হাঁটতে শেখে না।

শিশু যদি হাঁটার বয়স ছাড়িয়ে যাওয়ার পরেও হাঁটতে না শেখে তবে সেক্ষেত্রে মা-বাবার উদ্বিগ্ন হওয়াটা অস্বাভাবিক নয়। শিশু কেন হাঁটতে দেরি করছে বা হাঁটতে শিখছে না সেই চিন্তায় পড়ে তারা বিশেষজ্ঞের পরামর্শও নেন অনেক সময়। তবে এক্ষেত্রে কিছু টিপস মেনে চললেও মিলতে পারে উপকার। জেনে নিন কী করলে আপনার শিশু দ্রুত হাঁটতে শিখবে-

ওয়াকার কিনে দেবেন না

শিশুকে ওয়াকার কিনে দিয়ে মা-বাবা যেন নিশ্চিন্ত হন। কিন্তু এই অভ্যাস হতে পারে শিশুর ক্ষতির কারণ। সেজন্য বিশেষজ্ঞরা শিশুকে ওয়াকার কিনে দেওয়া থেকে বিরত থাকতে বলেন। কারণ একবার ওয়াকার ব্যবহার করে হাঁটতে শিখলে শিশু পরবর্তীতে ওয়াকার ছাড়া হাঁটতে চাইবে না। তাই শিশুকে স্বাভাবিক উপায়েই হাঁটার সুযোগ দিন।

কার্পেট বিছিয়ে দিন

শিশুর হাঁটার বয়স হয়ে এলে ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে দিন। এতে শিশু হাঁটতে গিয়ে পড়ে গেলেও ব্যথা পাবে না। তবে খেয়াল রাখবেন, কার্পেট যেন খুব বেশি ভারী না হয়। তাহলে শিশু হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যেতে পারে।

তেল মালিশ করুন

শিশুর শরীরে দিনে দুইবার ভালো করে তেল মালিশ করুন। এতে শিশুর পেশি মজবুত হবে। যে কারণে হাঁটতে শিখবে দ্রুতই। শিশু হাঁটতে শুরু করলে তাকে পুরোপুরি ধরে রাখবেন না। শুধু আপনার কড়ে আঙুল তাকে ধরতে দিন। এতে সে নিজের পায়ে নির্ভর করে হাঁটতে শিখবে দ্রুত।

হাঁটতে উৎসাহিত করুন

শিশুকে হাঁটতে উৎসাহিত করুন। প্রয়োজনে ঘরের কোণগুলোতে তার পছন্দের খেলনাগুলো রেখে দিন। এরপর তাকে বলুন সেই খেলনা নিয়ে আসতে। এভাবে সে ধীরে ধীরে হাঁটতে শিখে যাবে। সব শিশু একই বয়সে হাঁটতে শেখে না। কেউ আগে এবং কেউ একটু দেরিতে শিখতে পারে। তাই দুই-চার মাস দেরি হলে উদ্বিগ্ন হবেন না। তবে বেশি দেরি করলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

News Desk

Recent Posts

শরীরের যে স্থান পরিষ্কার না করলে বাড়বে রোগব্যাধি

শরীর পরিষ্কার রাখতে গোসল করা জরুরি। তবে জানলে অবাক হবেন, গোসল করলেও শরীরের কয়েকটি স্থান পরিষ্কার হয় না সহজে। আর…

12 mins ago

ওষুধ ছাড়াই কিডনির পাথর গলানোর ঘরোয়া উপায়

কিডনিতে পাথর জমার সমস্যায় অনেকেই ভোগেন। যদিও এটি একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা, তবুও এটি কারও কারও ক্ষেত্রে মারাত্মক হতে পারে।…

52 mins ago

একনাগাড়ে হাঁচি হলে থামাবেন যেভাবে

হাঁচি তো কমবেশি সবাই দেন। সর্দি থেকে শুরু করে ধুলাবালি বা অ্যালার্জির কারণেই মূলত হাঁচি বেশি হয়। বিশেষ করে অ্যালার্জিতে…

4 hours ago

প্রতিদিন কলা খেলে শরীরে যা ঘটে

কলা ছোট-বড় সবারই প্রিয় একটি ফল। এটি যেমন সুস্বাদু এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। একটি কলা আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতে…

5 hours ago

ডাবের পানি যেভাবে ওজন কমাতে সাহায্য করে

গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডাবের পানি মুহূর্তেই শরীরে প্রশান্তি এনে দেয়। ঠিক একইভাবে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর…

6 hours ago

একমাস চিনি না খেলে শরীরে যে পরিবর্তন ঘটে

প্রতিদিনের খাদ্যতালিকায় কমবেশি চিনিযুক্ত খাবার সবাই খান। তবে স্বাস্থ্য সচেতনরা অবশ্য মিষ্টি খাবার দেখলেই ভয় পান! কারণ শরীরের জন্য চিনিযুক্ত…

6 hours ago