ধূমপান না করলেও কেন হয় ফুসফুসে ক্যানসার?

বর্তমানে অনেক অধূমপায়ীরাও আক্রান্ত হচ্ছেন ফুসফুসের ক্যানসারে। আর এই অবস্থার কারণ কী, তা খুঁজতেই একটি গবেষণা শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তার সাম্প্রতিক ফলাফল রীতিমতো চমকে ওঠার মতোই।

দেখা গেছে, গন্ধ, বর্ণহীন একটি গ্যাসই এই ক্যানসারের পিছনে দায়ী। আর সেই গ্যাসটি তৈরি হয় তেজস্ক্রিয় পদার্থ থেকে। তেজস্ক্রিয় বিকিরণ বরাবর ক্যানসারের অন্যতম কারণ।

অথচ এই গ্যাস থাকে আমাদের বাড়ি-ঘরের খুব কাছেই, মাটির নিচে। যার কারণে ক্যানসারের সংখ্যা বাড়ছে বলে দাবি বিজ্ঞানীদের। গ্যাসটির নাম রেডন। এই গ্যাস মাটির নিচের বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে তৈরি হয়।

বেশিরভাগ বাড়ির নিচের বেসমেন্টে সবচেয়ে বেশি পাওয়া যায় রেডন গ্যাস। তবে রেডন গ্যাসের কোনো বর্ণ বা গন্ধ নেই। ফলে আশেপাশে কতটা গ্যাস আছে, তা বোঝা কারও পক্ষেই সম্ভব নয়।

তবে এ নিয়ে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ম জারি আছে। নিয়মিত বাড়ির আশপাশে ও ভেতরে রেডন গ্যাস আছে কি না তার পরীক্ষা করানো বাধ্যতামূলক। তবে বেশিরভাগ মানুষই এ গ্যাসের ব্যাপারে জানেন না।

এ বিষয় নিয়ে ওহায়ো স্টেট ইউনিভার্সিটি কমপ্রিহেনসিভ ক্যানসার সেন্টার, আর্থার জি জেমস ক্যানসার হসপিটাল ও রিচার্ড জে সলভ রিসার্চ ইনস্টিটিউট একটি সমীক্ষা করে।

তাতে দেখা যায়, ৭৫ শতাংশ আমেরিকান তাদের বাড়িতে রেডন গ্যাসের পরীক্ষা করান না। এর মধ্যে আবার ৫৫ শতাংশ মানুষ এই ব্যাপারে মোটেই সচেতন নন।

বাড়িতে রেডন রেমিডিয়েশন সিস্টেম থাকলে এ সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। কিন্তু সেই ব্যবস্থাই অনুপস্থিত অনেকের বাড়িতে।

ফুসফুস ক্যানসারের কী কী লক্ষণ?

>> প্রাথমিক লক্ষণ কাশি যা সহজে সারে না বা দিন দিন আরও বাড়তে থাকে।
>> কাশির সঙ্গে রক্ত আসা ও কফের রং মরচের মতো হয়।
>> বুকে প্রচণ্ড ব্যথা হয়।
>> গলার আওয়াজ খসখসে হয়ে যায়।
>> খিদে কমে যায়।
>> কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকে।
>> প্রচণ্ড ক্লান্ত ও দুর্বল লাগে।

News Desk

Recent Posts

বারবার পানি পিপাসা লাগা কোনো রোগের লক্ষণ নয় তো?

গরমে অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে বারবার পানি পিপাসা লাগা স্বাভাবিক। আর এ সময় প্রচুর পরিমাণ…

56 mins ago

মসলা চা পানে মিলবে যেসব উপকার

দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন…

1 hour ago

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা, কীভাবে সতর্ক থাকবেন?

হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই বিকল হতে পারে কিডনি। মূলত তাপমাত্রা ও…

2 hours ago

খাবার কেনার আগে প্যাকেটের কোন লেখা অবশ্যই পড়বেন?

কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাই এখন রেডিমেড খাবারের উপর নির্ভরশীল। এ কারণে বেশিরভাগ খাবারই এখন প্যাকেটজাত করে বিক্রি করা হয়। প্রায়…

23 hours ago

বিশ্বব্যাপী যে কারণে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

গরমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। একই সঙ্গে বাড়ে মৃতের সংখ্যাও। আজ ১৬ মে জাতীয় ডেঙ্গু দিবস। ডেঙ্গু…

23 hours ago

ধূমপানে আসক্তি কমাতে পান করুন ৩ পানীয়

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও তা মানতে নারাজ ধূমপায়ীরা। আবা ধূমপানের অভ্যাসও ছাড়া বেশ মুশকিল। ধূমপান ছাড়তে কতজনই না কত…

23 hours ago