ছেলেদের বয়সের ছাপ দূর করতে ব্যবহার করুন স্ক্রাব

ছেলেদের আবার রূপচর্চা! রূপচর্চার কথা উঠলেই স্বাভাবিকভাবে এ কথাটা চলে আসে। মনে করা হয় রূপচর্চা একচেটিয়া নারীদের জন্য। ব্যাপারটা সে রকম নয় মোটেও। নিজেকে সতেজ, লাবণ্যময় আর তারুণ্যদীপ্ত রাখতে রূপচর্চার জুড়ি নেই। ত্বক পরিষ্কার রাখা রূপচর্চার অন্যতম বিষয়।

যেসব পুরুষ বাইরে বেশি থাকেন, তাঁদের ত্বকের ওপর অত্যাচার বেশি হয়। রোদ, ধুলাবালি ইত্যাদির কারণে ত্বক বিশেষ করে মুখের ত্বক বেশ ক্ষতিগ্রস্ত হয়। একটু যত্ন নিলে এ ক্ষতি কাটিয়ে উঠে ত্বক রাখা যায় সতেজ। অনেকেই নিয়মিত ফেসওয়াশ ব্যবহার করেন। এতে মুখের ত্বকের ওপরের অংশ পরিষ্কার হয়। কিন্তু ত্বকের গভীর থেকে ময়লা তুলে আনা যায় না। এ জন্য মুখের ত্বকের যত্নে মাঝেমধ্যে স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে মুখের তেলতেলে ভাব কাটিয়ে সতেজ থাকা যায়।

সপ্তাহে দুই দিন মুখে স্ক্রাব করালেই ত্বক ভালো থাকবে। ত্বক ভালো রাখার পাশাপাশি স্ক্রাব ব্যবহারে পুরুষেরা আরও সুবিধা পাবেন।
রূপ পরামর্শক শাদীন মাহবুব বলেন, ‘স্ক্রাবের ভেতরের দানাদার উপাদান সহজেই মুখের ত্বকে থাকা মৃত কোষ সরিয়ে ত্বকে লাবণ্য ফিরিয়ে আনে। এ ছাড়া স্ক্রাবে থাকা তেল বা ক্রিম ত্বককে সতেজ করে তোলে। আমাদের ত্বকে প্রতিনিয়ত একধরনের তৈলাক্ততা তৈরি হয়, যা লোমকূপ দিয়ে বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। কোনো কারণে লোমকূপ বন্ধ হয়ে গেলে সেখানে ব্ল্যাক হেডস তৈরি হয়। স্ক্রাব ব্যবহারে ব্ল্যাক হেডস হওয়ার আশঙ্কা কমে।’

ত্বকের যত্নে স্ক্রাব ব্যবহার করবেন। তবে এটি প্রতিদিন ব্যবহার করা যাবে না। এমনটাই জানালেন রূপ পরামর্শকেরা। শাদীন মাহবুবের মতে, সপ্তাহে দুই দিন মুখে স্ক্রাব করালেই ত্বক ভালো থাকবে। ত্বক ভালো রাখার পাশাপাশি স্ক্রাব ব্যবহারে পুরুষেরা আরও সুবিধা পাবেন। ভালোমতো স্ক্রাব করে নিলে শেভ করতে বাড়তি সুবিধা মিলবে। এর ফলে ব্ল্যাক হেডস ও ত্বকের নিচে থাকা লোমের গোড়া একই সঙ্গে পরিষ্কার হয়ে যায়। ফলে রেজর চালাতেও সুবিধা হয়।

বিভিন্ন কাজে বাড়ির বাইরে দীর্ঘ সময় থাকার কারণে কড়া রোদে মুখে যে কালচে ভাব আসে, সঠিকভাবে নিয়মিত স্ক্রাব ব্যবহার করলে সে কালচে ভাব দূর করা যায়। স্ক্রাব ব্যবহারের বড় সুবিধা, এটি নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ফেলা যায়।

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্ক্রাব ক্রিম কিনতে পাওয়া যায়। কিনতে না চাইলে ঘরেও স্ক্রাব তৈরি করে ব্যবহার করা সম্ভব।

যেভাবে স্ক্রাব ব্যবহার করবেন

স্ক্রাব করা খুব সহজ। প্রথমে মুখে জল দিয়ে নিন। তারপর আঙুলে অল্প পরিমাণ স্ক্রাব ক্রিম নিয়ে পুরো মুখমণ্ডলে আলতো করে ঘষতে থাকুন। ২–৩ মিনিট ঘষার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্রাব করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। সপ্তাহে দুই দিন নিয়মিত ব্যবহারে মুখের ত্বকের বয়সের ছাপ, ব্ল্যাব হেড, মৃত কোষ উঠে গিয়ে পুরো মুখে একধরনের স্নিগ্ধতা আসবে। ফিরে আসবে লাবণ্য। চলে যাবে বয়সের ছাপ।

ঘরে স্ক্রাব প্যাক তৈরির তিনটি পদ্ধতি

আধা চা-চামচ গমের ভুসির সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও আধা চা-চামচ দানা গুড় মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার মুখে বৃত্তাকারে ঘষে মুখ ধুয়ে ফেলুন।

এক টেবিল চামচ ওট নিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও এক চা-চামচ মধু মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে ঘষে মিনিট দুই পর ধুয়ে ফেলুন।

পরিমাণমতো ক্লেনজিং মিল্ক নিয়ে তার সঙ্গে গমের ভুসি মিলিয়ে মুখে মাখুন

News Desk

Recent Posts

ক্যানসার হবে কি না জানতে পারবেন ৭ বছর আগেই

ক্যানসারের নাম শুনলেই কমবেশি সবাই আঁতকে ওঠেন। কঠিন এই ব্যাধি থেকে বাঁচতে সচেতনতা জরুরি। ক্যানসার রোগের আগাম খবর পেতে সারা…

10 hours ago

নেবুলাইজার কেন ব্যবহার করা হয়?

হাঁপানি, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ ও অন্যান্য শ্বাসনালির সংক্রমণজনিত রোগ তীব্র আকার ধারণ করলে নেবুলাইজার ব্যবহার করা হয়। রোগী যখন ইনহেলারের…

1 day ago

বারবার পানি পিপাসা লাগা কোনো রোগের লক্ষণ নয় তো?

গরমে অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে বারবার পানি পিপাসা লাগা স্বাভাবিক। আর এ সময় প্রচুর পরিমাণ…

1 day ago

মসলা চা পানে মিলবে যেসব উপকার

দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন…

1 day ago

গরমে বাড়তে পারে কিডনির সমস্যা, কীভাবে সতর্ক থাকবেন?

হঠাৎ করেই কিডনির সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে হঠাৎই বিকল হতে পারে কিডনি। মূলত তাপমাত্রা ও…

2 days ago

খাবার কেনার আগে প্যাকেটের কোন লেখা অবশ্যই পড়বেন?

কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাই এখন রেডিমেড খাবারের উপর নির্ভরশীল। এ কারণে বেশিরভাগ খাবারই এখন প্যাকেটজাত করে বিক্রি করা হয়। প্রায়…

2 days ago