March 28, 2024 | 11:52 PM

বেশিরভাগ সময়ই চুল ব্রাশ করার পর আমরা ব্রাশের ভেতর জমে থাকা চুল পরিষ্কার করি না। ফলে কিছুদিন যেতে না যেতেই চুল জমে অপরিষ্কার হয়ে পড়ে ব্রাশটি। এছাড়া নিয়মিত পরিষ্কার না করলে চুলের ময়লাও জমে থাকে ব্রাশের ভেতরে। জেনে নিন কীভাবে ঝটপট পরিষ্কার করবেন হেয়ার ব্রাশ-

* প্রথমে সরু কোনও কিছু ব্রাশের ভেতর প্রবেশ করিয়ে পেঁচিয়ে থাকা চুল উপরের দিকে ঠেলে উঠিয়ে নিন। তারপর কাঁচি দিয়ে কেটে ফেলুন চুলগুলো। টুথপিক, চিরুনির সরু অংশ কিংবা কলম ব্যবহার করতে পারেন এই কাজের জন্য।

* একটি গামলায় কুসুম গরম জল নিন। অল্প শ্যাম্পু ও ১ চা চামচ বেকিং সোডা মেশান।

* গামলার জলে ব্রাশ ভিজিয়ে রাখুন ২০ মিনিট।

* পুরনো টুথব্রাশে শ্যাম্পু লাগিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন ব্রাশ।