April 14, 2024 | 10:11 AM

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই।

তাই সংক্রমণ রোধে ঘরবাড়ি থেকে শুরু করে শখের গাড়িও পরিষ্কার রাখতে হবে।

ব্যক্তিগত গাড়ি নিয়মিত ভালোভাবে ধোয়া-মোছা করা ও গাড়ির এমন কয়েকটি অংশ আছে, যেদিকে মনোযোগ না দেয়ার ফলেও করোনাভাইরাস সংক্রমণ হতে পারে।

গাড়ির যেসব অংশ জীবাণুমুক্ত করতে হবে-

১. গাড়ির চালানোর সময় স্টিয়ারিং হুইল ও গিয়ারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বারবার স্পর্শ করতে হয়। এসব নিয়মিত স্যানিটাইজ দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

২. পুরো স্টিয়ারিং হুইল ভালো করে পরিষ্কার করা উচিত। লিভার ও গিয়ারকে ওপর থেকে নিচে পর্যন্ত ভালো করে মুছুন।

৩. গাড়ির দরজা আমরা সবচেয়ে বেশি স্পর্শ করি। তাই প্রতিবারই গাড়ির ভেতরে ঢুকতে ও বের হতে দরজা স্পর্শ করতেই হয়। তাই দরজার হাতলটি ভেতরে এবং বাইরে উভয় দিকেই ভালোভাবে স্যানিটাইজ করা উচিত।

৪. ড্যাশবোর্ড যখন আমরা ওয়াইপার চালু করি, তখন আমরা ড্যাশবোর্ডের সুইচ স্পর্শ করি। এ ছাড়া লাইট বা এয়ারকন্ডিশন চালানোর জন্য সুইচ ব্যবহার করা হয়। এসব স্যানিটাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশবোর্ড বেশিরভাগ প্লাস্টিকের তৈরি। তাই ভাইরাসটি অন্যান্য পৃষ্ঠের তুলনায় প্লাস্টিকের ওপরে বেশিক্ষণ স্থায়ী হয়। তাই জীবাণুমুক্ত করা জরুরি।

৫. টাচস্ক্রিন থাকলে সেটিও মুছতে হবে। যদি টাচস্ক্রিন না থাকে ও সাধারণ রেডিও সিস্টেম থাকে তা হলে অবশ্যই এটি পরিষ্কার করতে হবে।

৬. সুরক্ষার জন্য গাড়ির সিটগুলো স্যানিটাইজ করা উচিত। গাড়িতে অন্য কারা সঙ্গে যাত্রা করলে সামাজিক দূরত্ব বজায় রাখুন।

৭. গাড়ির প্রত্যেকটি সিট ভালোভাবে পরিষ্কার করুন। গাড়ির দরজাগুলো ভেতরে ও বাইরে ভালোভাবে পরিষ্কার করতে হবে।