কাপড় রাখার জায়গায় এক বাটি চাল রাখলেই মিলবে তার আশ্চর্যরকম সুবিধা, জেনেনিন বিস্তারিত

Written by News Desk

Published on:

বিভিন্ন মজাদার তরকারির সঙ্গে ভাত খেলেও ভাতের আরো কিছু ব্যবহার আছে যা আমাদের কাজে লাগতে পারে। ভাত বা চালের রান্নাঘরের বাইরে প্রচুর ছোট ছোট ট্রিকস রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত উপকারী। অনেকেই ফোন জলে পড়ে গেলে ভাতের চালের সঙ্গে রেখে জলশূন্য করার ট্রিকসটি সম্পর্কে অবহিত। পাঠক আজ আপনাদের এক ব্যাগ ভাত কাপড় রাখার জায়গায় রাখলে কী হবে তা বলা হবে।

কখনো কখনো কাপড় রাখার জায়গা বা ওয়ার্ড্রোবগুলিতে আর্দ্রতার সমস্যা হতে পারে। হতে পারে আপনার বাড়িটি স্যাঁতসেঁতে হয়ে গেছে, অথবা আপনি পুরোপুরি  না শুকিয়েই  ধুয়ে ফেলা পোশাকটি অন্যান্য পোশাকের মধ্যে রেখে দিয়েছেন। এই আর্দ্রতা আপনার জামাকাপড়কে কিছুটা গন্ধযুক্ত করে তোলে এবং অবশ্যই কেউ নিজের পোশাকটিতে আর্দ্রতা এবং ছাঁটও চায় না!

চাল একটি জায়গা থেকে আর্দ্রতা শোষণ করে, এটি একই সাথে পাশাপাশি এয়ার ফ্রেশনার হিসাবে কাজ করে। একারণে এক কাপ চালের সংঙ্গে বিভিন্ন সুগন্ধি আর কয়েকফোঁটা এসেনশিয়াল ওয়েল যুক্ত করলে  পোশাক থেকে সুন্দর গন্ধ পাওয়া যাবে! প্রায় এক মাস এই এক বাটি চালই সুগন্ধে ভরিয়ে রাখবে আপনার কাপড়গুলোকে।

এই পদ্ধতিতে ব্যয়বহুল এয়ার ফ্রেশনার কেনার দরকার নেই। এভাবে নিজের পছন্দ অনুযায়ী সুগন্ধ ব্যবহার করার সুবিধাও থাকছে।

Related News