April 19, 2024 | 11:07 PM

লিপস্টিক পরলেও, ঠোঁটের সৌন্দর্য নিয়ে তেমন মাথা ঘামানোর সময় থাকে না। আর তাই সুন্দর মুখেই ফাটতে থাকে ঠোঁট। অথবা কালো ছোপ পড়ে যায়, যা ঠেকাতে লিপস্টিকের উপরেই নির্ভর করতে হয়।

কিন্তু জানেন কি বেশি কাঠখড় না পুড়িয়েও পাওয়া যেতে পারে একজোড়া গোলাপি ঠোঁট। তার জন্য কয়েকটি সহজ উপায়ের উপরে নির্ভর করতে হবে।

১) ঘুমোতে যাওয়ার আগে রোজ রাতে ঠোঁটে আমন্ড অয়েল মালিশ করুন।

২) ঠোঁটের মরা কোষ তুলতে একটি ব্রাশ ভিজিয়ে ঠোঁটের উপরে হালকা হাতে ঘষুন।রোজ রাতে এটি করলে ঠোঁচ ঝকঝকে থাকবে।

৩) রোদে বেরনোর আগে যেমন মুখে সান প্রোটেকশন ক্রিম মাখেন, তেমনই ঠোঁটেও এসপপিএফ যুক্ত বাম মাখুন। তার পরে বেরোন।

৪) লেবু, মধু ও চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ঠোঁটে ঘষুন। চিনি স্ক্রাবারের কাজ করে। এই টোটকায় মরা কোষ উঠে যায় এবং ঠোঁট উজ্জ্বল থাকে।