জেনেনিন কানব্যথা: হলে কী কী করণীয়

Written by News Desk

Published on:

মাঝেমধ্যে কানে ব্যাথা হতে পারে জীবাণুর সংক্রমণ বা অন্য কোনো কারণে প্রদাহের ফলে। কানের আরও কিছু রোগে এবং টনসিল, দাঁত, গলা ও মুখের বিভিন্ন সমস্যায়ও কানে ব্যথা হতে পারে। আবার কখনো কখনো কান বন্ধ থাকে, পিঁ পিঁ শব্দ হয়। এ রকম হলে অনেকে নিজে নিজেই কানে খোঁচাখুঁচি করে থাকেন। এতে ক্ষতির আশঙ্কাই বেশি। জেনে নিন, কানে সমস্যা হলে কী কী করা উচিত নয়—
কানে ব্যথা বা অস্বস্তি হলে কানে আঙুল, ম্যাচের কাঠি, ক্লিপ বা এ ধরনের অন্য কোনো জিনিস দিয়ে খোঁচাবেন না।
কানে কখনোই কটন বাড ঢোকাবেন না। এটি কাঠি এবং ক্লিপের মতোই ক্ষতিকর।
কানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ড্রপ ব্যবহার করবেন না।
মাঝবয়সী বা বয়স্ক মানুষের গলায় কিছু মারাত্মক রোগের কারণে কানে ব্যথা হতে পারে।
মোট কথা, কানে ব্যথা বা কোনো অস্বস্তি হলে কারণ নির্ণয় করে চিকিৎসা করাতে হবে। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

Related News