সাবধান! দীর্ঘদিনের বাম হাতের ব্যথা হার্ট অ্যাটাকের কারণ নয় তো ? অবস্যই জানুন

Written by News Desk

Published on:

হাতে যে কোনো সময় ব্যথা হওয়া সম্ভব। ভারী কিছু তোলা থেকে শুরু করে যে কোনো এক হাতে দীর্ঘক্ষণ চাপ পড়ার কারণে ব্যথা হওয়াটা সাভ্বাবিক। তবে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া বাম হাতে ব্যথা হওয়ার সমস্যা সব সময় স্বাভাবিক নাও হতে পারে।

কারণ এটি হতে পারে হার্ট অ্যাটাকসহ বেশ কিছু সমস্যার লক্ষণ। যা অনেকেই অবহেলা করেন কিংবা বিষয়টি সাধারণ ভেবে ভুল করেন। চলুন তবে জেনে নেওয়া যাক বাম হাতে ব্যথা কোন কোন রোগের লক্ষণ হতে পারে-

হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক হঠাৎ করেই যে কারও প্রাণনাশের কারণ হতে পারে। এক্ষেত্রে হার্টে রক্তপ্রবাহ কোনো বন্ধ হয়ে যায়। আর রক্ত না পৌঁছালে হৃদযন্ত্র সঠিকভাবে কাজও করতে পারে না। এর ফলে হৃদপেশির একটি অংশ কাজ করা বন্ধ করে দেয়।

এক্ষেত্রে বেশিরভাগ হার্ট অ্যাটাকের পেছনে থাকে করোনারি আর্টারি সরু হয়ে যাওয়া। আসলে এই রক্তনালির ভেতরে প্লাক জমেই সমস্যা তৈরি হয়। এ কারণে হার্টে পৌঁছায় না পর্যাপ্ত অক্সিজেনসমৃদ্ধ রক্ত।

হার্ট অ্যাটাকের অন্যতম এক লক্ষণ হলো বাম হাতে ব্যথা হওয়া। হার্টে সমস্যা হলে ও বাম হাতে ব্য়থা হলে সেই নিদির্ষ্ট অংশের নার্ভগুলো মস্তিষ্কের ঠিক একই কোষে সংকেত পাঠায়।

এই পরিস্থিতিতে মস্তিষ্ক অনেক সময়ই টের পায় না সমস্যা ঠিক কোথায় দেখা দিয়েছে। ফলে হার্ট অ্যাটাকের সময়ও বাম হাতে ব্যথা হয়।

হাতে ব্যথার পাশাপাশি ক্লান্তি, হাঁপিয়ে ওঠা, বুকে চাপ, বমি পাওয়া, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। যা অবহেলা করলেই বিপদ। এমন লক্ষণ দেখলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অ্যাঞ্জাইনা

হার্টে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কম পৌঁছালে বুকে ব্যথা হতে পারে। এ ক্ষেত্রেও ব্যথা হওয়ার পেছনে মূল কারণ হলো হার্টে অক্সিজেন কম পৌঁছানো। এবার হার্টে কম অক্সিজেন পৌঁছালে বুকের মাঝে ব্যথা হয়। পাশাপাশি ব্যথা হতে পারে কাঁধ, হাত, পিঠ, চোয়ালে। পাশাপাশি হাতেও ব্যথা হতে পারে।

স্কেলিটো মাস্কুলার ইনজুরি

সব সময় কিন্তু বাম হাতে ব্য়থা হওয়া মানেই হার্টের সমস্যা নয়। এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। স্কেলিটো মাস্কুলার ইনজুরি কারণেও এমনটি ঘটতে পারে। এবার এই রোগের লক্ষণ দেখা যাক-

>> হাতে তীব্র যন্ত্রণা মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হলে।
>> হাত ধরলেই ব্যথা অনুভব
>> হাতের কিছুটা অংশ জুড়ে ব্যথা ও
>> ব্যথা না থাকলেও সারাদিন একটা অস্বস্তিভাব।

টেন্ডোনাইটিস

আমাদের হাড় ও পেশির সংযোগকারী টিস্যুতে যে প্রদাহ হয় তাকে বলা হয় টেন্ডোনাইটিস। এই প্রদাহের কারণেও হাতে ব্যথা হতে পারে। সাধারণত টেনিস খেলোয়াড়, সাঁতার, বাদ্যকারদের হাতে এই সমস্যা বেশি হতে দেখা দেয়। এছাড়া রোটেটর কাফ টিয়ার, হার্নিয়াটেড ডিস্কের মতো সমস্যা হলেও দেখা দিতে পারে এই সমস্যা।

তাই বাম হাতে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তিনিই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এক্ষেত্রে চিকিৎসক এক্স রে বা এমআরআই করতে পারেন। তারপরই জানা যাবে আসল সমস্যা কোথায়!

Related News