ত্বকের তৈলাক্ততা ও ব্রণ হওয়া ঠেকাবে এই একটি উপাদান, দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

গ্রীষ্মকাল হওয়ায় এই আবহাওয়ায় অতিরিক্ত ঘামের ফলে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। আর তৈলাক্ত ত্বক ত্বকের নানা সমস্যার প্রধান কারণ। ভারতের ত্বক বিশেষজ্ঞ আনিকা শর্মা জানিয়েছেন রূপচর্চার ঘরোয়া দুটি উপায়।

এই উপায়গুলো বলিউড ডিভা কারিনা কাপুর, কারিশ্মা কাপুর থেকে শুরু করে সোহা আলি খানও ব্যবহার করছেন নিয়মিত। আপনিও ব্যবহার করতে পারেন। জেনে নিন উপায়গুলো-

> ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এক টেবিল চামচ বেসনের সঙ্গে সমপরিমাণ মধু আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার পুরো মুখে লাগিয়ে রাখুন শুকানো পর্যন্ত। জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের পর কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ বেসনকেই প্রাকৃতিক ফেস ওয়াশ বলা হয়।

> যাদের ত্বকে পিম্পল বা ব্রণের সমস্যা রয়েছে তারাও ব্যবহার করতে পারবেন বেসন। এজন্য ২ চামচ বেসনের সঙ্গে এক টেবিল চামচ গোলাপজল, সামান্য গ্রিনটি আর হলুদ মিশিয়ে নিন। এবার ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার ব্যবহার করুন।

Related News