March 28, 2024 | 4:55 PM

হো হো অথবা হা হা। যেভাবে খুশি হাসুন। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা কয়েকটি অজানা তথ্য জানেন কী? হাসিতে আপনার লাভ না ক্ষতি, জেনে নিন সেই তথ্যও-

১) হাসাহাসি করলে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোন কমে।

২) রসিকতা রক্তচাপ কমায় এবং মন-মেজাজ ভাল রাখে।

৩) আপনি যদি কৌতুক প্রিয় হন, সে ক্ষেত্রে বাড়বে আপনার মেধা।

৪) হাসলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

৫) জোরে হাসলে বৃদ্ধি পায় স্মৃতিশক্তি।

৬) হাসলে দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে। ফলে মানসিক অবসাদ থেকে সহজে মুক্তি মেলে।