April 14, 2024 | 3:20 AM

চোখের নিচে কালো দাগ পড়ার অনেক কারণ থাকতে পারে যেমন মানসিক চাপ , ভালোভাবে ঘুম না হওয়া , সেই ক্লান্তির ছাপ রয়ে যায় ত্বকে। বিশেষ করে চোখের নিচের অংশে, যাকে আমরা ডার্ক সার্কেল বলি। ঘরোয়া কিছু সামগ্রীর সাহায্যেই আপনি মুক্তি পেতে পারেন চোখের নিচের কালো দাগের হাত থেকে।

নারকেল তেল ও হলুদ : কাঁচা হলুদ বেটে নারকেল তেল ও আমন্ড তেল মেশান। থকথকে ঘন প্যাক বানিয়ে চোখের নিচের অংশের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

শসা : শসা ব্লেন্ড করে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন মিশ্রণটি। চোখের নিচে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। জল দিয়ে ধুয়ে চোখের নিচে লাগান আমন্ড কিংবা নারকেল তেল।

দই ও মধু : দই, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চোখের নিচে ও মুখে লাগান দিনে দুইবার। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।