নখের বাড়তি যত্ন নেবেন যেভাবে, জানুন বিস্তারিত

Written by News Desk

Published on:

নখ মেয়েদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে ।আর খারাপ বা অসুস্থ নখের অবহেলা আপনার পক্ষে মারাত্মক হতে পারে। শীতে নখের প্রতি একটু বাড়তি যত্ন নিতে হয়।তাই দেরি না করে চলুন জেনে নেয়া যাক আসছে শীতে নখের যত্ন কী করবেন-

পেট্রোলিয়াম জেলি : নখ ভালো রাখার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে পেট্রোলিয়াম জেলি। রাতে শুতে যাবার আগে ভালো করে পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন হাতে ও পায়ের নখে লাগিয়ে নিন। কিছু দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

নারকেল তেল : নারকেল তেল নখ কে ময়্স্চারাইস করে। তাছাড়া এটি নখের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া নখের যেকোনো ফাংগাল ইনফেকশন সহজেই সারিয়ে তোলে।নারকেল তেল ও মধু হালকা গরম করে হাতে ও পায়ের নখে ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এতে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে এবং আপনার নখ ভালো থাকে।

Related News