April 19, 2024 | 11:11 PM

আসুন তাহলে জেনে নেওয়া যাক গোলমরিচের কিছু গুণ-

১-ওজন কমাতে সাহায্য করে গোলমরিচ। প্রতিদিন গরম জলের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে ওজন কমে যাবে।

২-আপনার যদি প্রায়ই সর্দি কাশি হয় তাহলে প্রতিদিন আপনি গোলমরিচ চিবিয়ে খান। দেখবেন কমে যাবে।

৩-শুধু তাই নয়, ত্বককে মসৃন করতে সাহায্য করে গোলমরিচ।

৪-সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে গোলমরিচ। আপনি যদি নিয়মিত কাঁচা নিঁ পাতার সঙ্গে গোলমরিচ চিবিয়ে খান তাহলে আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে।

৫-হালকা গরম জলে গোলমরিচের গুঁড়া ফেলে একটু নেড়ে নিয়ে হালকা হালকা চুমুক দিয়ে খেলে শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ে। কাজ করার এনার্জি পাওয়া যায়। শরীরে জলের মাত্রা কমতে পারে না। সকাল বেলা এটা যদি খেয়ে নেন, আপনি সারা দিন মুক্তি পাবেন অ্যাসিডিটির সমস্যা থেকে।