পেইন কিলারের পরিবর্তে ব্যবহার করুন বিয়ার! জানলে অবাক হবেন আপনিও

Written by News Desk

Published on:

ব্যথা দূর করতে পেইন কিলারের উপর নির্ভরশীল প্রায় সব মানুষই। কিন্তু কখনো কি ভেবেছেন, এই কাজে পেইন কিলারের বদলে বিয়ার ব্যবহার করা যেতে পারে! পরেরবার যখনই অসহ্য মাথাযন্ত্রণায় ভুগবেন, ২টি পিন্ট বোতল বিয়ার পান করতে পারেন।

প্রায় ৪০০ জনকে নিয়ে ১৮টি গবেষণা চালিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে যারা ব্যথা কমানোর জন্য দো প্যাক বিয়ার পান করেছেন তাদের ব্যথা কমে যাওয়ার পরিমাণ বেশি। অ্যালকোহল মানুষের শরীরের ব্য়থার তীব্রতা কমায়। যদিও এতে শরীরের অনেক বাড়তি প্রভাব পড়ে। তাদের দাবি, অ্যালকোহল অত্যন্ত কার্যকরী পেইনকিলার। প্যারাসিটামলের থেকেও এটি কাজ করে বেশি।

তাই, পেইনকিলার খাওয়ার চাইতে বিয়ার খেয়ে দেখতে পারেন। তবে অবশ্যই শরীরে কোনো অসুবিধা হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Related News