April 19, 2024 | 5:53 AM

হরর মুভি: সাদা রক্তকণিকার জন্য ভালো
কটি ঘরে শান্তভাবে বসেছিলেন বা কেউ কেউ ‘দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার’ চলচ্চিত্রটি দেখেন। যারা ওই চলচ্চিত্র দেখেছেন তাদের শ্বেত রক্তকণিকাগুলো আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা গড়ে তুলে।
আজ রাতে জিম ছাড়বেন?
লন্ডনের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় অ্যামাজন ডটকমের লভইফিলমের সঙ্গে মিলে গবেষণা করে দেখায় যে, ‘দ্য শাইনিং’ দেখে ১৮৪ ক্যালরি, ‘জওস’ দেখে ১৬১ ক্যালরি, ‘দ্য এক্সোরিস্ট’ দেখে ১৫৮ ক্যালরি এবং ‘এলিয়েন’ দেখে ১৫২ ক্যালরি পোড়া যায়। তবে ‘দ্য টেক্সাস চেইনস’ ম্যাসাকার’ দেখলে মাত্র ১০৭ ক্যালরি পোড়ে।
ভয়ের পরবর্তী সীমান্ত: হরর ভিডিও গেমস?
হরর ভিডিও গেমগুলোর প্রভাব খুব বেশি, আর এই ধরনটি বেশ নতুন। গবেষণায় দেখা যায়, ভিডিও গেমিংয়ের অভিজ্ঞতার তীব্রতা ঘুমকে ব্যাহত করে।