আপনার ঘর মাকড়সা মুক্ত করতে, জেনেনিন এই সহজ উপায়!

Written by News Desk

Published on:

ঘরে মাকড়সার উৎপাত কি খুব বেড়েছে? ঘরের আনাচে কানাছে ঝুল জমছে বার বার! ভাবছেন কী করে এই মাকড়সার উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়! উপায় জেনে নিন।

ঘরের আনাচে কানাচে বিভিন্ন ধরণের পোকামাকড়ের পাশাপাশি অনেক মাকড়সাও দেখতে পাওয়া যায়। এমন উপায় আছে, যার জন্য মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না। খরচও সমান্য।

প্রথমে ১ কাপ সাদা ভিনেগার আর ১ কাপ জল ভাল করে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন যেখানে মাকড়সা বেশি দেখা যায়।

ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড, যার গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।

তাহলে বাজার চলতি নানা রকম কীট-পতঙ্গনাশক স্প্রে দাম দিয়ে না কিনে ব্যবহার করে দেখুন ঘরোয়া এই মিশ্রণ। উপকার পাবেন।

Related News