March 28, 2024 | 3:31 PM

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা আপনাকে সুস্থ রাখতে ভীষণ কার্যকর। ভারতীয় পুষ্টিবিদ সিমরান সাইনি কাঁচা হলুদের পুষ্টিগুণ সম্পর্কে জানিয়েছেন।

* হজমের সমস্যা দূর করতে কাঁচা হলুদ খান নিয়মিত।

* প্রাকৃতিক অ্যান্টি-সেপ্টিক হিসেবে এটি ঠাণ্ডা-জ্বর থেকে দূরে রাখবে।

* রক্তের দূষিত উপাদান বের করতে সক্ষম কাঁচা হলুদ।

* ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে এর জুড়ি নেই।

* হলুদের মধ্যে এমন উপাদান রয়েছে যা থেকে গ্যাসট্রিক, পেপটিক এবং গ্যাসট্রিক আলসার রোধ করে।

* লিভারের সমস্যা ও পেশির সমস্যা থেকেও দূরে রাখে কাঁচা হলুদ।

কাঁচা হলুদ যেভাবে খাবেন

১ টেবিল চামচ কাঁচা হলুদ গুঁড়ার সঙ্গে ১০০ গ্রাম মধু ভালো করে মিশিয়ে খান। এই দুই উপাদান কুসুম গরম দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন।