March 29, 2024 | 3:31 PM

১. পায়ের ত্বকের রং বদলে যাওয়া :ত্বকের যেকোনো সমস্যা বুঝতে সাধারণত মুখ ও হাতের ত্বকের রং দেখা হয়। কেউ পায়ের ত্বকের দিকে তাকায় না। অথচ ত্বকের ক্যান্সার সাধারণত প্রথমে পায়েই দেখা দেয়।

২.অসাড় অবস্থা : পায়ে অনুভূতি না পাওয়া মারাত্মক অবস্থা প্রকাশ করতে পারে। রক্ত চলাচলে সমস্যা থাকলে এমন হতে পারে। ক. পেরিফেরাল আর্টেরি ডিজিস এমন এক সমস্যা যা রক্তনালিকে সরু করে দেয়। ফলে পায়ে অসাড়তা দেখা দেয়। সাধারণত পায়ে এমনটা হয়। খ. ডায়াবেটিস দেহের রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। এ রোগে স্নায়ুতন্ত্রে বিরূপ প্রভাব পড়ে। এতে ত্বক ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়।

৩. পা ফোলা : অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলে দুই পা ফুলে যেতে পারে। আঘাতজনিত কারণে ট্যান্ডনে সমস্যা দেখা দিতে পারে।

৪. শীতল পা : পায়ে সব সময় ঠাণ্ডা অনুভব করলে রক্ত চলাচলে সমস্যা থাকতে পারে। এটা অনেক মানুষের বড় সমস্যা হয়ে দেখা দেয়।

৫. চুলকানি : ছত্রাকের সংক্রমণের লক্ষণ প্রকাশ করে চুলকানিতে। সাধারণ পায়ের পাতার পাশে বা নিচের দিকে চুলকানি হতে পারে। আঙুলের মাঝেও এমন হতে পারে।