টাকা-পয়সা নিয়ে প্রচলিত যত ভুল ধারণা, দেখেনিন আপনিও

Written by News Desk

Published on:

দারুণ বুদ্ধিমান ও চটপটে পেশাদারদের সঙ্গে কাজ করেছেন লাইফ অ্যান্ড এক্সিকিউটিভ কোচ মেগান ওয়ালস। এ বিশেষজ্ঞ দেখেছেন, যার যার কাজে পটু এসব মানুষের মনেও অর্থ বিষয়ে নানা ভুল ধারণা গেঁথে রয়েছে। যে কারণেই হোক, ব্যবসায়ী, আইনজীবী থেকে শুরু করে উচ্চশিক্ষিতদের মনেও টাকা-পয়সা নিয়ে ভুল ও অবাস্তবিক বিশ্বাস কাজ করে। এমনই ৭টি ভ্রান্তি দূর করুন এবং বাস্তববাদী হোন।

১. ‘অর্থ আসে নাটকীয়তার সঙ্গে’ : অনেকের কাছে অর্থ এমন এক বিষয় যা নাটকীয়তার মাধ্যমে ধরা দেয়। হয়তো কেউ কেউ এসব নাটকীয়তার মাধ্যমে কিছু অর্থ পেয়েও যান। কিন্তু এমন নাটকীয়তার অপেক্ষায় থাকলে শিগগিরই বাজে ফলাফল পাবেন।

২. ক্রেডিট কার্ডের ঋণ সাধারণ বিষয় : ক্রেডিট কার্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কার্ডের অর্থ খরচ করে সবাই ঋণগ্রস্ত হয়ে পড়েন। অনেকেই ভাবেন, এই ঋণ সাধারণ বিষয়। এ ঋণের বোঝাকে অনেকেই স্বাভাবিক বলে ধরে নেন। কিন্তু ঋণের কোনো প্রকারভেদ নেই। আপনি ঋণগ্রস্ত হলে তা পরিশোধ করতেই হবে। এ থেকে মুক্তি নেই।

৩. ‘খরচের মাধ্যমে মনে তৃপ্তি আসে’ : বহু মানুষ বিশ্বাস করেন, অর্থ খরচের মাধ্যমে এক ধরনের মানসিক তৃপ্তি আসে। কিন্তু এ ধারণাকে অসুস্থ মানসিকতা বলেই মনে করেন বিশেষজ্ঞরা। প্রয়োজন নেই, কিন্তু মানসিক তৃপ্তির জন্যে অযথা পয়সা খরচ অপচয়ের নামান্তর।

৪. ‘যথেষ্ট অর্থ বলতে কিছু নেই’ : অর্থের চাহিদার কোনো শেষ নেই বলে মনে করেন অনেকে। তাই যত অর্থই কামাই করেন না কেন, মনে হবে এটা যথেষ্ট নয়। অথচ বাস্তবতা হলো, সুন্দর জীবনযাপনে অঢেল অর্থের প্রয়োজন পড়ে না। বাস্তবতার ভিত্তিতে চিন্তা করুন। আপনার জীবনযাপন এবং মানসিকতা অনুযায়ী যথেষ্ট অর্থের পরিমাণ নির্ধারণ করা সম্ভব।

৫. ‘সব খরচ করতে হবে, নয়তো অন্য কেউ নিয়ে নেবে’ : সঠিক পথে অর্জিত সব অর্থই আপনারই। নিজের বা পরিবার-স্বজনের ভবিষ্যতের জন্যে অর্থ সঞ্চয় করা প্রয়োজন। অবসর জীবন বা জরুরি মুহূর্তে অর্থের দরকার হয়। আপনার অর্থ অন্য কেউ নিয়ে নেবে না। চুরি বা ছিনতাই করে পকেটের অর্থ চলে যাওয়া ভিন্ন বিষয়। এসব চিন্তা করে গচ্ছিত অর্থ খরচ করা বোকামি ছাড়া আর কিছুই নয়।

৬. ‘অর্থ ব্যবস্থাপনায় পুরুষদের প্রয়োজন’ : নারীরা অর্থ ব্যবস্থাপনায় পটু নয় বলে অনেকের বিশ্বাস। এর দ্বারা নারীদের অর্থনৈতিক বিষয় থেকে দূরে রাখা হয়। তবে অর্থনৈতিক বিষয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত করা ব্যাপক চাপের বিষয়। পুরুষরা এ ভার বইতে আগ্রহী। তাই বলে যে, নারীরা এ ভার বইতে অক্ষম তা মোটেও নয়। মূলত বুদ্ধিমত্তা, দূরদর্শিতার মাধ্যমে অর্থকে নিয়ন্ত্রণ করতে হয়।

৭. ‘বড়রা অর্থকে বাগ আনতে পারেন’ : বড় হলেই যে অর্থ বিষয়ক সবকিছু বুঝতে পারবেন তেমন কোনো কথা নেই। এটি ভুল ধারণা। বড়দের অভিজ্ঞতা ও বাস্তবতা থেকে প্রাপ্ত শিক্ষা তাদের অর্থ সম্পর্কে ধারণা দেয়। কিন্তু একে সু্ষ্ঠুভাবে পরিচালিত করতে বিশেষ দক্ষতা প্রয়োজন। এটা অর্জন করতে হয়।

Related News