সিলিং ফ্যান পরিষ্কার হবে মাত্র ৬০ সেকেন্ডেই, জানুন এখুনি

Written by News Desk

Published on:

ময়লা সিলিং ফ্যান মাত্র ১ মিনিটে পরিস্কার করুন, এই বিশেষ পদ্ধতিতে- বাড়িতে ধুলো জমলে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়। তাই স’প্ত াহান্তে হলেও অন্তত একবার বাড়ির ধুলো পরিষ্কার করাটা জরুরি। বিশেষ করে যে জায়গাগু’লি আমর’া নিয়মিত পরিষ্কার করতে পারিনা। এই

যেমন খাটের তলা, সিলিং ফ্যান। কিন্তু এগু’লোতেই বেশি বেশি ধুলো ময়লা জমে।আবার অনেক বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই কর্মর’ত হন। সে কারণে তাড়াহুড়ো থাকে বাড়ি পরিষ্কার করতেও। তারাহুরো করে পরিষ্কার করতে গিয়ে সিলিং ফ্যানে জমে রয়ে যায় ধুলো। তবে, এই বিশেষ

প’দ্ধতি মেনে যদি সিলিং ফ্যান পরিষ্কার করেন। ধুলোর নাম গন্ধও থাকবে না।হাতে সময় কম! কিন্তু ঘর তো পরিষ্কার করতেই হবে। ধুলো জমে থাকলে কিন্তু সিলিং ফ্যানের গতিও কমে যায়। কয়েক মিনিটের মধ্যেই চমকদার পরিষ্কারের জন্য আপনার প্রয়োজন হবে একটি মাথার

বালিশের কভার। শুনতে অবাক লাগলেও এটাই লাগবে। প্রথমে যেটা করতে হবে, মাথার বালিশের কভার দিয়ে ফ্যানের পাখার ব্লে’ডটি সম্পূর্ন ঢেকে দিন। এরপর বালিশের কভারটি দুই হাত দিয়ে পাখার ওপর চেপে বাইরের দিকে টেনে আনুন, বালিশের কভারের ভিতর ফ্যানের ব্লে’ডের

সমস্ত ময়লা চলে আসবে। এবার বালিশের কভারটিকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে ধুলো, ময়লা বের করে নিয়ে কেচে নিন। আপনার সিলিং ফ্যানের বেল্ড তো পরিষ্কার ‘হতেই গেছে স’ঙ্গে বালিশের কভারও পরিষ্কার হয়ে যাব’ে। এরপর শুধু কোন শুকনো কাপড়কে জলে ভিজিয়ে নিয়ে ফ্যানের ব্লে’ড পরিষ্কার করে নিলেই আপনার বাড়ির পাখা পরিষ্কার, ঝকঝকে একেবারে নতুন হয়ে যাব।

Related News