March 29, 2024 | 9:31 PM

প্রকৃতি আর পুরুষের মিলনে সৃষ্টি হয় নতুন প্রানের। আর এই প্রকৃতি হল নারী। সৃষ্টির ক্ষমতা রাখে একজন নারী। নারীরা না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। তবুও অনেকে কন্যা সন্তানকে জন্ম দিতে চায় না। কিন্তু নারী না থাকলে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব মুছে যাবে।

বিয়ের সময় সকল পাত্র পক্ষ চায় সুন্দর একটি নারী। কন্যা ভ্রুণ নষ্ট করে ফেললে বিয়ের সময় সুন্দরী নারী কি করে পাওয়া যাবে? সেটা তারা ভুলে যায়। মানুষ যতই শিক্ষিত হোক, যতই দেশ উন্নত হোক এই বর্বরতা এখনো রয়ে যাচ্ছে।

এখনও অনেকে কন্যা সন্তান জন্ম দেওয়াকে অভিশাপ বলে মনে করে। আবার অনেক জায়গায় এর উল্টোটাও হয়। কন্যা সন্তান জন্মালে অনেক জায়গায় তাকে দেবী রূপে পূজা করা হয়।
মেয়েদের কিছু অঙ্গ বড় হলে তাকে সৌভাগ্যবতী বলে করা হয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই অঙ্গ গুলি কি কি:

১) লম্বা নাক: লম্বা টিকালো নাক সৌভাগ্যবতীর লক্ষণ। এসব নারীরা সকল সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে সক্ষম।

২) লম্বা চুল: যেসব মেয়েদের মাথায় লম্বা চুল রয়েছে তাদের ভাগ্যবতী বলে মনে করা হয়।

৩) বড় চোখ: যেসব মেয়েদের চোখ বড় তারা রূপের সাথে ধন সম্পত্তির অধিকারী হয়। এরা খুব ভালো সংসারী হয় এবং স্বামীদের অত্যন্ত ভালোবাসে।

৪) লম্বা আঙ্গুল: লম্বা আঙ্গুল সৌভাগ্যবতীর লক্ষণ বলে মনে করা হয়। এসব মেয়েরা বাজে খরচা না করে টাকা জমানোর চেষ্টা করে।

৫) লম্বা গলা: এই ধরনের মেয়েরা হয় কাজেকর্মে নিপুণা । এইসব মেয়েরা যে বাড়িতে যায় সেখানকার পরিবেশ আনন্দময় হয়ে ওঠে।