Big Breaking! দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি! সমালোচনার ঝড় গোটাবিশ্ব জুড়ে

More articles

বিশ্বকাপ শেষ। ইংল্যান্ডেই হলো এইবারের বিশ্বচ্যাম্পিয়ন। আর এরমধ্যেই এবারের বিশ্বকাপের সেরা দল বাছাই করলো আইসিসি। আর এই দলে বিরাট কোহলি নেই। যা সত্যিই এক চমকপ্রদ ঘটনা। ভারত থেকে ওই দলে স্থান পেয়েছে রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ। কিন্তু গোটা ক্রিকেটবিশ্বের একটাই প্রশ্ন! আইসিসির এই দলে সেরা একাদশে কেন বিরাট কোহলি নেই? হয়তো এবারের বিশ্বকাপে কোহলির ব্যাট থেকে একটাও সেঞ্চুরি আসেনি কিন্তু তাতে কি হলো পরপর ৫ টি হাফসেঞ্চুরি করে যে তিনি বিশ্বরেকর্ড গড়লেন তার যেন মূল্যই দিলোনা আইসিসি। এর জন্য ক্ষোভে ফেটে পড়েছেন বিরাট ভক্তরা। সমালোচনার ঝড় ওঠেছে গোটা বিশ্বজুড়ে।

Latest