April 13, 2024 | 5:47 AM

প্রেমে পড়ার নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি! যে কোনো বয়সেই নতুন করে জীবন শুরু করা যায়। চারপাশে তাকালেই এমন অনেক উদাহরণ দেখা যায়, যেখানে বয়স্ক পুরুষরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

বলিউডে শ্রীদেবী-বনি, করিনা-সইফ, আদিত্য চোপড়া, মিলিন্দ-অঙ্কিতাসহ আরও অনেক মানুষেই আছেন এই দলে। যদিও এর বিভিন্ন কারণ খোঁজার চেষ্টা করেন অনেকেই। চলুন তবে জেনে নেওয়া বয়স্ক পুরুষরা কেন খোঁজ যাক এর কারণ কী?

>> অল্প বয়সে মানসিক চাপ, উদ্বেগ, চিন্তা অনেক কম থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে সব জীবনের উপর চেপে বসে। তাই বয়স্ক পুরুষরা সঙ্গী হিসেবে এমন কাউকে খোঁজেন যার কাছে সব সমস্যা মন খুলে বলা যাবে। সঙ্গীর তারুণ্যের ছোঁয়ায় বাকি সব সমস্যা দূরে সরে যাবে।

>> বয়স বাড়লে সবাই একটু যত্ন চান। মানসিক স্পর্শের প্রয়োজন পড়ে। তাই সঙ্গী হিসেবে এমন কাউকে চান যাকে সব সময় পাশে পাওয়া যায়। সঙ্গীর কাছ থেকে বেশি যত্ন পাওয়ার আশা করেন তারা।

>> অনেকেইবৃদ্ধ হতে শুরু করলে নিজেকে অক্ষম বা ছোট বলে মনে করে। তবে এ সময় কমবয়সী জীবনসঙ্গীর মাধ্যমে নতুনভাবে জীবন গড়ার উৎসাহ খুঁজে পান বয়স্করা।

>> যৌনজীবন ভালো রাখতেও অনেক বয়স্ক ব্যক্তিই কমবয়সীকে জীবনসঙ্গিনী হিসেবে চান।rs