Vairal VDO, দুই মেয়ের সামনে বয়ফ্রেন্ডের সঙ্গে সুইমিংপুলে রোমাঞ্চে মাতলেন সুস্মিতা সেন!

More articles

টোটকা২৪x৭ডেস্ক: দুবাইতে বেড়াতে গিয়ে বয়ফ্রেন্ড রোহমান ও মেয়ে আলিশার সঙ্গে সুইমিংপুলে স্নান করতে নামেন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। পুলের ধাঁরে বসে ছিলেন আর এক মেয়ে রেনে। সাঁতার কাটতে গিয়ে আনন্দে দিশেহারা হারা হয়ে দুই মেয়ে রেনে-আলিশার সামনেই বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে রোমাঞ্চে মাতলেন সুস্মিতা। তাদের সেই রোমান্টিক মুহূর্তের ভিডিও রেকর্ড করে রাখেন রেনে। পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুস্মিতা নিজেই।

Latest