March 29, 2024 | 11:39 AM

অধিকাংশ মানুষ শিশুকে বাম পাশে কোলে নিতে স্বচ্ছন্দ্যবোধ করেন। তবে জানেন কি? শিশুকে বাম কোলে রাখা শিশুর জন্য কতটা ভালো তা বলার অপেক্ষা রাখে না। এমনই তথ্য জানিয়েছে জার্নাল অব নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেইভিয়োরাল’য়ে প্রকাশিত এক গবেষণা

জার্মান ভিত্তিক এই গবেষণায় এই বিষয়ের ওপর চল্লিশের বেশি গবেষণার ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে, ৬৬ থেকে ৭২ শতাংশ মানুষ তাদের সন্তানকে বাম বাহু দিয়ে আগলে রাখে। যারা ডানহাতি তাদের ক্ষেত্রেও বিষয়টি সাধারণ। শিশুকে বাম কোলে রাখলে ডান হাত থাকে উন্মুক্ত। ফলে অনেক কাজ করতে সুবিধা হয়।

বাম হাতে শিশুকে কোলে ধরা হলে ডান হাত খালি থাকে। ফলে নানান কাজ করা যায়। আর ৭০ থেকে ৯৫ শতাংশ মানুষই ডানহাতি। ৭৩ শতাংশ নারী এবং ৬৪ শতাংশ পুরুষ শিশুকে বাম কোলে নেন।

১৯৯৬ সালে করা একটি গবেষণায় দেখা গেছে, শিশুকে দাড় করানোভাবে যদি মায়েরা বাম পাশে কোলে নেয় তবে মায়ের মস্তিষ্কে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর শিশুর মস্তিষ্কের ডান দিক তা সংবেদন সৃষ্টি করে যা শিশুকে কথা বলা শুরু করতে সাহায্য করে। এছাড়া শিশুকে হৃদস্পন্দনের কাছাকাছি রাখতে বাম পাশে কোলে নেয়া অন্যতম প্রধান কারণ। যা মূলত শিশুর জন্য বেশি আরামদায়ক