March 28, 2024 | 10:34 PM

নতুন বছর কেমন যাবে, কীভাবে উদযাপন করবেন এই নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। গেলো বছরের ভালো-মন্দ, প্রাপ্তি-অপ্রাপ্তি ভুলে নতুন একটা বছর শুরু করাই সবার কাম্য। কেমন যাবে পুরো বছর এজন্য একটা তালিকা তৈরি করে ফেলুন।

বিশ্লেষণ করা:

আপনি কি চান সে বিষয় চিন্তা করুন। আর যাই হোক জীবনে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন। সে  অনুযায়ী ঠিক করে ফেলুন আপনার চাওয়া কী।

লেখা:

নতুন বছরে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য তা ডায়েরীতে লিখে ফেলুন। এতে করে পরবর্তীতে আর দ্বিধা দ্বন্দের মধ্যে পড়তে হবেনা।

পরিশ্রম করা:

লক্ষ্য বা উদ্দেশ্যে সম্পর্কে ঠিক করে শুধু লিখলেই হবেনা সে অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।

দায়িত্বশীল:

জীবনে কোন ব্যর্থ কাজের জন্য যেমন আপনি নিজে দায়ী তেমনি কোন ভালো কাজের পিছনে আপনারই অবদান। এ বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করুন।

দৃঢ় মনোবল রাখা:

চেষ্টা করেও যদি আপনার লক্ষ্য না অর্জন না হয় তবে ভেঙে যাবেন না। লক্ষ্য স্থির রেখে আবার চেষ্টা করুন। আপনার সাফল্য ধরা দেবেই।

সন্দেহ থেকে দূরে থাকা:

চলার পথে অনেক বাধা-বিপত্তি আসবে। এসব বাধা-বিপত্তিকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। কী হবে, কী হবে না মনের মধ্যে থেকে এসব সন্দেহ ঝেড়ে ফেলুন।

উদযাপন:

সাফল্যের পরিমাণ কম হলেও তা উদযাপন করুন। কারণ এতে করে পরবর্তীতে আপনার মধ্যে ভালো কাজ করার আগ্রহ বাড়বে।

বিশ্বাস:

সফল হওয়ার প্রথম শর্ত হলো নিজেকে বিশ্বাস করা। আপনি কাজটি করতে পারবেন এই বিষয়ে প্রথমে নিজেকে বিশ্বাস করান।

সবকিছু মেনে নিজের স্বাস্থ্য ও মনের দিকে নজর দিন। কারণ শরীর, মন ভালো না থাকলে কোন কিছু করেই আপনি শান্তি খুঁজে পাবেন না। আর যেকোন প্রতিকূল পরিস্থিতিতে চেষ্টা করুন ঠান্ডা মাথায় সামলাতে।