Big Breaking: বিজেপির অন্দরমহলে যুদ্ধ!

More articles

টোটকা২৪x৭ডেস্কঃ বিজেপির সংখ্যাগরিষ্ঠ দল আরএসএস। এবারের লোকসভায় রাজ্যে ১৮ টি আসনে জয় লাভ করে ২০২১ সে বিধানসভায় বাংলার মসনদে বসার স্বপ্ন দেখছে বিজেপি নেতৃত্ব। এরই মধ্যে আরএসএস -এর সাথে ঝামেলায় জরালো দলের কিছু কর্মী। গতকাল, কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি কর্মীদের মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীপক বর্মণ নামে এক আরএসএস কর্মী। আরএসএস- এর দাবি, দীপক কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে বিজেপির নতুন সদস্যরা।

Latest