Breaking: হিন্দু নয়, এবার পাবজির বিরুদ্ধে মুসলিমদের আন্দোলন! কারণ জানলে…

More articles

টোটকা২৪x৭ডেস্কঃ কোন হিন্দু বা অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এবার পাবজি গেমের বিরুদ্ধে আন্দোলন করলেন ইন্দোনেশিয়ার একটি মুসলিম গ্রুপ। তাঁদের অভিযোগ এই গেম শুধু ইসলাম ধর্মকে আঘাতই করেনি, খেলোয়াড়দের মনে হিংসার সঞ্চারও করেছে প্রবলভাবে। গত বুধবার ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ‘চটইএ বা এ ধরনের খেলা হারাম। এই গেম ইসলামকে অপমান করেছে। তার সঙ্গে মানুষের মধ্যে হিংসাত্মক প্রবৃত্তি জাগিয়ে তুলছে। তাই অবিলম্বে নিষিদ্ধ করা উচিত পাবজি।’

Latest