হার্ট অ্যাটাক কেন হয়, জানেন কি? জেনেনিন হার্ট অ্যাটাক এর বিভিন্ন লক্ষণ গুলি

Written by News Desk

Published on:

হার্ট অ্যাটাক এমন একটি রোগ, যা বর্তমানে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটায়। সঠিক সময়ে যদি কী করতে হবে এটা সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অনিবার্য। কীভাবে জানবেন আপনার বা আপনার আশপাশের কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়েছে?

কেন হয়

শরীরে কলস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। শরীরে দুই ধরনের কলস্টেরল থাকে। ভালো এবং খারাপ কলস্টেরল। আপনার শরীরে খারাপ কলস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। জীবনযাত্রার অবনতি এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে শরীরে উচ্চ কলস্টেরল তৈরি হয়।

হার্ট অ্যাটাকের লক্ষণ

* বুক ব্যথা

* মাথা ঘোরা

* শ্বাস নিতে সমস্যা

* ক্লান্তি

* গ্যাস হওয়া

* ঘেমে যাওয়া

এ সমস্যা হলে অতি শিগগির নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

Related News