Big Breaking! তীব্র গরমের মধ্যেই, ঝড়-বৃষ্টি নিয়ে বড়সড় সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের! এক্ষুনি জানুন..

More articles

টোটকা24×7 নিউজ ডেস্ক: এত তীব্র দাবদাহে আর থাকা যাচ্ছে না। জুন মাস শুরু হয়ে গেলো আর এখনো বৃষ্টির দেখা সাক্ষাৎ নেই। আর এরমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বড়সড় সতর্কতা জারি করলো। তারা জানিয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্ৰাম, বাঁকুড়া, পুরুলিয়া, ও বর্ধমানে প্রচুর পরিমানে তাপমাত্রা বাড়বে। এইসমস্ত জায়গায় ৭২ ঘন্টা ধরে এই সবোর্চ্চ তাপমাত্রা বইবে। আর বৃষ্টি নিয়ে তারা এখনো অনিশ্চিত, আগামী ৩ দিন তারা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে না। কেরলে এখনো বর্ষা ঢোকেনি তাহলে পশ্চিমবঙ্গে বর্ষা কবে আসবে? সকল বাঙালিকে এখন এই বিষয়টি নিয়েই ভাবতে হচ্ছে।

Latest