Big Breaking! হঠাতেই মারা গেলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা!

More articles

টোটকা24×7 নিউজ ডেস্ক: সাতসকালেই খারাপ খবর। মারা গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সালমানের সঙ্গে অভিনয় করা ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর জনপ্রিয় সহ অভিনেতা গিরিশ কারনাড। ৮১ বছর বয়সে নিজের বাড়ি বেঙ্গালুরুতে মারা যান তিনি। তিনি একদিক থেকে ছিলেন, একজন নাট্যকার, সাহিত্যিক, পরিচালক ও একজন দক্ষ অভিনেতা। তার এই চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। বলিউড সম্বন্ধিত আরো অনেক অজানা পোস্ট জানতে চাইলে এক্ষুনি ফলো করুন টোটকা ২৪×৭।

Latest