April 12, 2024 | 5:33 PM

রাত জাগা, মানসিক চাপসহ নানা কারণে চোখের নিচের অংশ কালচে হয়ে যায়। এছাড়া চামড়া কুঁচকে খুব সহজে বলিরেখাও পড়ে এই অংশে। এসব সমস্যা দূর করতে ঘি ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও এই উপাদানটির জুড়ি মেলা ভার।

দুই থেকে তিন ফোঁটা ঘি আঙুলে নিয়ে আলতো করে চোখের নিচের ত্বকে ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন। পরদিন সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

২ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ বেসন এবং ১ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি মুখ এবং গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করে, ত্বকের তৈলাক্ত ভাব ও ব্রণ কমায়।

১ টেবিল চামচ ঘি ও ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট রাখার পর ধুয়ে বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।