ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানোর সঠিক নিয়মটি জানেন তো? না জানলে জেনেনিন

Written by News Desk

Published on:

স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে ছোটখাটো কাটা-ছেঁড়া অনেকেরই নিত্যদিনের সমস্যা। অসাবধানতায় হঠাৎ করেই কাটা-ছেঁড়ার সমস্যায় পড়তে হয়।

মামুলি কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ায় সাধারণত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে সেরা ঘরোয়া চিকিৎসা সুবিধা হচ্ছে, ওয়ান টাইম ব্যান্ডেজ।

কাটা-ছেঁড়ার পর রক্তপাত দ্রুত বন্ধ করাটা জরুরি। এছাড়া ক্ষতস্থান উন্মুক্ত রাখলে বাসা বাঁধে নানা রোগ-জীবাণু। খালি চোখে তার অস্তিত্ব দেখা না গেলেও ক্ষতির ঝুঁকি বাড়াতে বিরাট ভূমিকা রাখে। অথচ আগে-ভাগে ব্যবস্থা নিলে মারাত্মক ক্ষতির ঝুঁকি এড়ানো সম্ভব। ক্ষতস্থানে যাতে কোনো জীবাণু সংক্রমণ না হয় অথবা ক্ষত বৃদ্ধি না হয় কিংবা রক্তপাত বন্ধ হয়, সে সুরক্ষায় ওয়ান টাইম ব্যান্ডেজ অভাবনীয় কাজ করে। দামের দিকে থেকে তো বটেই, আকার-আকৃতিতেও ছোট এই ব্যান্ডেজ চিকিৎসা জগতে বিশেষ অবদান রেখে চলেছে।

Related News