April 19, 2024 | 4:39 PM

মানুষ সম্পর্কে খুব সহজেই ধারণা নেয়া যায়। কিন্তু বিশ্বাস রাখার মতো বন্ধু কিভাবে চিনবেন? এটি খুবই দুরূহ কাজ! তবে কয়েকটি লক্ষণ দেখে বুঝতে পারবেন, আপনার বন্ধু আসলে কতটা বিশ্বাসযোগ্য। এক নজরে দেখে নিন সেই লক্ষণগুলো—

* যে বন্ধু জনসমক্ষে আপনাকে মজা করেই অপমানজনক কথা বলেন তাকে এড়িয়ে চলুন। সে আপনার ভালো বন্ধু হতে পারে না। বরং কখনো সুযোগ পেয়ে আরো বড় রকমের ক্ষতি করতে পারে।

* যাদেরকে শুধুই ভালো সময়ে পাওয়া যায় তাদেরকে এড়িয়ে চলুন। কারণ খারাপ সময়ে তাদের দেখা পাওয়া যায় না।

* আপনার কোনো সাফল্য বা খুশিতে যে খুব একটা উচ্ছ্বসিত নন সে কখনো ভালো বন্ধু হতে পারে না।

* আপনার ভাবনাচিন্তা, মতামত সব কিছুর মধ্যেই কোনো না কোনো ভুল বের করতে পারলেই যারা খুশি তাদেরকে এড়িয়ে চলুন।

* নিজের বিপদ হতে পারে ভেবেও আপনি বন্ধুর হয়ে সব সময়ে কথা বলেন। কিন্তু লক্ষ্য করে দেখবেন এরা এটা কখনো করেন না। নিজেকে সেফ সাইডে রাখতে পছন্দ করেন।