March 27, 2024 | 6:29 PM

কান পুরস্কার বা কান চুলকানোর জন্য অনেকেই কটনবাড ব্যবহার করুন।এবং কটনবাড দিয়ে কান থেকে ময়লা বের করা ভালো অনেকেই মনে করেন।তবে এটি ভুল ধারণা।কটনবাড দিয়ে কান পরিস্কার করলে প্রাকৃতিকভাবে কান পরিষ্কার হওয়ার পদ্ধতিটি বাধাগ্রস্ত হয়।কারণ খুলে রাখা কটনবাড আর্দ্রতার প্রভাবে ছত্রাক জন্মায়, তা কানে ব্যবহার করলে কানে ছত্রাকের সংক্রমণ হতে পারে।

কখন কান পরিষ্কার করবেন-শিশুদের ক্ষেত্রে ২ থেকে ৪ সপ্তাহ পর-পর প্রতি কানে ৮-১০ ফোঁটা জলপাই তেল (অলিভ অয়েল) দেওয়া যেতে পারে। তবে শিশুর কান পাকার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বড়দের কানে ময়লা জমার তেমন কারণ নেই।